Thursday, August 21, 2025

‘অনার কিলিং’-এর আশঙ্কায় বাবা মায়ের বিরুদ্ধে আদালতে তরুণী

Date:

প্রেমের টানে ঘর ছাড়া তরুণীর আশঙ্কা যেকোনও মুহূর্তে বাবা মায়ের হাতে তিনি খুন হয়ে যেতে পারেন(Honor killing allegation)! তাই আদালতের দ্বারস্থ হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University student) পড়ুয়া। মামলার শুনানি চলাকালীন গোটা ঘটনায় বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)।

ইসলামপুরের বাসিন্দা দম্পতি মেয়ে কি অপহরণের অভিযোগ তুলে আদালতে মামলা করেন। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।তরুণীর বাবা-মায়ের অভিযোগ তাঁদের মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে তরুণী ঘরছাড়া। পুলিশ এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি। আবেদনকারীদের এই অভিযোগের প্রেক্ষিতেই উঠে আসে পালটা অভিযোগ। এজলাসে হাজির হয়ে ওই তরুণী জানান নিজের আশঙ্কার কথা। বলেন প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মানে তাঁর বাবা-মা তাঁকে খুন করতে পারেন। তিনি স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরেছেন। কেউ তাঁকে অপহরণ করেনি। বাবা মা নিজেদের সম্মান রক্ষায় সন্তানকে খুন করার মতো এরকম গুরুতর পালটা অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। উঠে আসে ‘অনার কিলিং’ তত্ত্ব।

মেয়েটি জানিয়েছেন যে এর মধ্যে তাঁর প্রেমিকের বাড়ি গিয়ে কার্যত হামলা করে তাঁর বাবা এবং অন্যরা। নৃশংসভাবে মারধর করা হয় বলেও অভিযোগ। সব শোনার পর বিচারপতি বলেন মেয়েটি তাঁর নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারেন । সেক্ষেত্রে পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কোনও সমস্যা তৈরি হয় তাহলে তিনি আইনের সাহায্য নিতে পারেন।


Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version