Monday, August 25, 2025

দলের সঙ্গে অন্তর্ঘাত করলে কুণালকে পদ পাইয়ে দেবেন মানিকতলার বিজেপি প্রার্থী? প্রকাশ্যে অডিও

Date:

মানিকতলা উপনির্বাচনে প্রকাশ্য বিস্ফোরক ফোনালাপ। ওই কেন্দ্রে তৃণমূলের (TMC) আহ্বায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফোন বিজেপি (BJP) প্রার্থী কল্যাণ চৌবের (Kalyan Chowbey)। মঙ্গলবার, মোবাইল ফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসে। তাঁর হয়ে কাজ করলে কুণাল ঘোষকে ক্রীড়া জগতে জাতীয় বা রাজ্য স্তরে উচ্চ পদ দেওয়ার প্রলভন দেখান বিজেপি প্রার্থী- বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।প্রথমে স্যোশাল মিডিয়ায় ফোনালাপ ফাঁস করে দেন কুণাল। তৃণমূলের আহ্বায়কের মতে, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে তাঁকে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। পরে সাংবাদিক বৈঠক করে কল্যাণকে তুলোধনা করে কুণাল। তিনি জানান, ৭তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ তৃণমূল নেতাকে ফোন করেন বিজেপি প্রার্থী। গণতান্ত্রিক পরিবেশে এটি অস্বাভাবিক নয়। তিনি (বিরোধী প্রার্থী) সাহায্য চাইতেই পারেন। কিন্তু দলের সঙ্গে কুণালকে বেইমানি করার প্রস্তাব দেন কল্যাণ। অভিযোগ, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেন দেন। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে বড় পদের প্রলভন দেওয়া হয়েছে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটি অত্যন্ত নিম্নরুচির কাজ বলে তোপ দাগেন কুণাল।

সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল (Kunal Ghosh) তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। কল্যাণের কাজের জন্য তাঁকে ভোটও দেওয়া উচিত নয় বলে বার্তা কুণালের।






Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version