Friday, December 19, 2025

মোবাইল চোর সন্দেহে ফের সিউড়িতে গণপিটুনি! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

Date:

Share post:

স্থানীয় একটি দোকান থেকে মোবাইল (Mobile) চুরির অভিযোগ! আর সেই সন্দেহেই অপরিচিত এক যুবককে গণপিটুনির অভিযোগে অশান্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri)। পুলিশ সূত্রে খবর, বীরভূমের (Birbhum) সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায় উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করছিল অপরিচিত ওই যুবক। পরে তার কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় গণপিটুনি। জানা গিয়েছে, একটি পোস্টে বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা। যদিও খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।

তবে মঙ্গলবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অনুমান, একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় ওই যুবক জড়িত ছিলেন। তাকে একাধিকবার সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও এই বিষয়ে মুখ খোলেনি সে। পরে অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধতেই ওই যুবককে বেধড়ক মারধর শুরু হয়। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, দিন সাতেক আগে এলাকারই একটি দোকান থেকে হাওয়া হয়ে যায় মোবাইল। আচমকা কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে সবার মনেই উঠতে শুরু করেছিল প্রশ্ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ওই যুবককে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরই ওই যুবককে মোবাইল চোর সন্দেহে পোস্টে বেঁধে গণপিটুনির অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। তবে স্থানীয়দের মতে, ওই যুবক এলাকারই বাসিন্দাই নয়। তাকে আগে কখনওই ওই এলাকায় দেখাও যায়নি। আর তারপরই মঙ্গলবার রাতে ওই যুবককে বেধড়ক পেটায় স্থানীয়রা। তবে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার রাতেই ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল বছর পঞ্চাশের এক ব্যক্তির। তাঁকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, রাতে নিরাপত্তারক্ষী থাকা থাকা সত্ত্বেও বিগত কয়েকদিন ধরেই ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...