Thursday, August 21, 2025

লোকসভা নির্বাচনের দেড় মাসের মধ্যে বড় আকারের উপনির্বাচনে ফের একবার কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের শক্তি পরীক্ষা। বুধবার দেশের সাত রাজ্য়ের ১৩টি বিধানসভায় চলছে উপনির্বাচন। একদিকে হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর সরকার ফেলে দেওয়ার কংগ্রেসের চেষ্টার উপর পরীক্ষা এই উপনির্বাচনে, অন্যদিকে বাংলায় লোকসভা নির্বাচনের পরে উপনির্বাচনের রাজ্যের বিরোধীরা একটিও খাতা খুলতে পারবেন কিনা তারও পরীক্ষা বুধবার।

দেশের সাত রাজ্য – হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, বাংলা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর কেন্দ্রগুলিতে নির্বাচন চলছে বুধবার। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার প্রায় ৩০ শতাংশ। সাধারণত উপনির্বাচনে ভোটদানের হার কম থাকলেও এই নির্বাচনে তার বেশ খানিকটা ব্যতিক্রম। বাংলার সবথেকে বেশি চার কেন্দ্রে, হিমাচল প্রদেশের তিনি কেন্দ্রে, উত্তরাখণ্ডের দুই কেন্দ্রে এবং পঞ্জাব, বিহার, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের একটি করে কেন্দ্রে ভোটদান চলছে।

হিমাচল প্রদেশে সুখবিন্দর সুখুর সরকারকে সমর্থন করে বিজেপিতে যোগ দেওয়া নির্দল বিধায়কের কেন্দ্রে বুধবার উপনির্বাচন। অন্যদিকে লোকসভা নির্বাচনে পঞ্জাবে ভরাডুবির পরে বিধানসভা উপনির্বাচনে ফের শক্তিপরীক্ষা আপের। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও এটা টিকে থাকার প্রশ্ন। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় বিহারের ডবল ইঞ্জিন সরকারের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তেজস্বী ও কংগ্রেসের জোট, তারও পরীক্ষা হবে বিহারের উপনির্বাচনে।

বুধবার ১৩ কেন্দ্রের ভোটদান শান্তিপূর্ণ। বাংলায় চার কেন্দ্রে ভোটারদের প্রবল উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে দেখা গেলেও বিরোধীদের কার্যত মাঠে দেখা যায়নি। কোথাও দেখা গেলেও সাধারণ মানুষ তাঁদের গো-ব্যাক শুনিয়েছেন। তবে তামিলনাড়ুর ভিকরাবান্দিতেও প্রবল উৎসাহে ভোটদান প্রক্রিয়া চলে। বেলা ১টাতেই ভোটদাতার হার ৫০ শতাংশ পেরিয়ে যায়।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version