Tuesday, November 4, 2025

সাত রাজ্যে ১৩ কেন্দ্রে উপনির্বাচন, লোকসভার পরে ফের শক্তিপরীক্ষা

Date:

লোকসভা নির্বাচনের দেড় মাসের মধ্যে বড় আকারের উপনির্বাচনে ফের একবার কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের শক্তি পরীক্ষা। বুধবার দেশের সাত রাজ্য়ের ১৩টি বিধানসভায় চলছে উপনির্বাচন। একদিকে হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর সরকার ফেলে দেওয়ার কংগ্রেসের চেষ্টার উপর পরীক্ষা এই উপনির্বাচনে, অন্যদিকে বাংলায় লোকসভা নির্বাচনের পরে উপনির্বাচনের রাজ্যের বিরোধীরা একটিও খাতা খুলতে পারবেন কিনা তারও পরীক্ষা বুধবার।

দেশের সাত রাজ্য – হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, বাংলা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর কেন্দ্রগুলিতে নির্বাচন চলছে বুধবার। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার প্রায় ৩০ শতাংশ। সাধারণত উপনির্বাচনে ভোটদানের হার কম থাকলেও এই নির্বাচনে তার বেশ খানিকটা ব্যতিক্রম। বাংলার সবথেকে বেশি চার কেন্দ্রে, হিমাচল প্রদেশের তিনি কেন্দ্রে, উত্তরাখণ্ডের দুই কেন্দ্রে এবং পঞ্জাব, বিহার, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের একটি করে কেন্দ্রে ভোটদান চলছে।

হিমাচল প্রদেশে সুখবিন্দর সুখুর সরকারকে সমর্থন করে বিজেপিতে যোগ দেওয়া নির্দল বিধায়কের কেন্দ্রে বুধবার উপনির্বাচন। অন্যদিকে লোকসভা নির্বাচনে পঞ্জাবে ভরাডুবির পরে বিধানসভা উপনির্বাচনে ফের শক্তিপরীক্ষা আপের। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও এটা টিকে থাকার প্রশ্ন। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় বিহারের ডবল ইঞ্জিন সরকারের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তেজস্বী ও কংগ্রেসের জোট, তারও পরীক্ষা হবে বিহারের উপনির্বাচনে।

বুধবার ১৩ কেন্দ্রের ভোটদান শান্তিপূর্ণ। বাংলায় চার কেন্দ্রে ভোটারদের প্রবল উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে দেখা গেলেও বিরোধীদের কার্যত মাঠে দেখা যায়নি। কোথাও দেখা গেলেও সাধারণ মানুষ তাঁদের গো-ব্যাক শুনিয়েছেন। তবে তামিলনাড়ুর ভিকরাবান্দিতেও প্রবল উৎসাহে ভোটদান প্রক্রিয়া চলে। বেলা ১টাতেই ভোটদাতার হার ৫০ শতাংশ পেরিয়ে যায়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version