Friday, November 7, 2025

যাদবপুরে নিয়ম না মেনেই SFI নেতাকে PhD-তে সুযোগ! পড়ুয়াদের চরম বিক্ষোভের মুখে উপাচার্য

Date:

পিএইচডি-তে (PhD) ভর্তি তালিকায় বড়সড় বেনিয়মের অভিযোগ! এবার নিয়ম বহির্ভূতভাবেই এক এসএফআই নেতাকে (SFI) আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগে পিএইচডিতে সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই ফের অশান্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এমন ঘটনার জেরে মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। রাতভর অরবিন্দ ভবনের সামনেই উপাচার্যের পদক্ষেপের বিরোধিতায় নামে বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত মুখ প্রাক্তন এসএফআই নেতাকে নিয়মবিরুদ্ধভাবে সুযোগ করে দেওয়া হয়েছে ওই তালিকায়। আর সেই অভিযোগেই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের তরফে অরবিন্দ ভবনে উপাচার্যকে ঘিরে চলছে প্রতিবাদ। মঙ্গলবার রাতের এই বিক্ষোভে সামিল পড়ুয়াদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডির ভর্তি তালিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্তের কথা থাকলেও কর্তৃপক্ষের তরফে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু মঙ্গলবার ফের তালিকা প্রকাশ হতেই চোখে পড়ে বিস্তর বেনিয়ম। তাদের অভিযোগ, ২০২৩ এবং ২০২৪ সালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি তালিকায় প্রাক্তন এসএফআই নেতার নাম রয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রভাব খাটিয়ে ওই প্রাক্তন বাম ছাত্র সংগঠনের নেতাকে পিএইচডিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

তবে এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত সংবাদমাধ্যমকে জানান, ছাত্রদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। আমি ওদের কথা শুনছি। এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় আমি নেই। যদিও প্রাক্তন এসএফআই নেতা এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি। তবে এদিন বিক্ষোভরত পড়ুয়ারা সাফ জানিয়েছেন , কোনও কিছুকে তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ফের যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও রয়েছে বড়সড় গলদ!

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version