Wednesday, November 12, 2025

ঢোলাহাটের ঘটনার জল গড়ালো আদালতে! বৃহস্পতিবার মামলা শুনবেন বিচারপতি সিনহা 

Date:

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের (Canning, South 24 Parganas) ঢোলাহাটে পুলিশের মারধরে চোর সন্দেহে ধৃত যুবক আবু সিদ্দিকি হালদারের মৃত্যুর পর এবার বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) এজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৩০ তারিখ ঢোলাহাটের ঘাটমুকুলতলা এলাকায় ওই যুবকের কাকার বাড়িতে চুরি হয়। সেই ঘটনার পর চোর সন্দেহে আবু সিদ্দিকিকে পুলিশের হাতে তুলে দেন পড়শিরা। পরে তিনি জামিন পেয়ে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে পড়েন বলেই দাবি পরিবারের। থানায় প্রচণ্ড মারধর করার জন্য আবু সিদ্দিকির মৃত্যু হয়েছে এই অভিযোগে বুধবারেও ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

পুলিশি হেফাজতে মারধরের মৃত্যুর অভিযোগ তুলে ঢোলাহাট থানার এসআই রাজদীপ সরকার এবং আইসির বিরুদ্ধে FIR করেছেন নিহত যুবক আবু সিদ্দিকি হালদারের বাবা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও (Koteswar Rao) জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও সুস্থ অবস্থাতেই জামিন পেয়ে বাড়ি ফেরেন আবু এমনটাই দাবি তাঁর। গত ৪ জুলাই ওই যুবককে কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করিয়েছিল পুলিশ। তখন তাঁর সারা শরীরে আঘাতের দাগ ছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যেরা।পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবার আদালতে দৃষ্টি আকর্ষণ করতেই বিচারপতি অমৃতা সিনহা মামলা করার অনুমতি দিয়েছেন। আগামিকাল সংশ্লিষ্ট মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version