Friday, December 12, 2025

যাদবপুরে নিয়ম না মেনেই SFI নেতাকে PhD-তে সুযোগ! পড়ুয়াদের চরম বিক্ষোভের মুখে উপাচার্য

Date:

Share post:

পিএইচডি-তে (PhD) ভর্তি তালিকায় বড়সড় বেনিয়মের অভিযোগ! এবার নিয়ম বহির্ভূতভাবেই এক এসএফআই নেতাকে (SFI) আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগে পিএইচডিতে সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই ফের অশান্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এমন ঘটনার জেরে মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। রাতভর অরবিন্দ ভবনের সামনেই উপাচার্যের পদক্ষেপের বিরোধিতায় নামে বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত মুখ প্রাক্তন এসএফআই নেতাকে নিয়মবিরুদ্ধভাবে সুযোগ করে দেওয়া হয়েছে ওই তালিকায়। আর সেই অভিযোগেই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের তরফে অরবিন্দ ভবনে উপাচার্যকে ঘিরে চলছে প্রতিবাদ। মঙ্গলবার রাতের এই বিক্ষোভে সামিল পড়ুয়াদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডির ভর্তি তালিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্তের কথা থাকলেও কর্তৃপক্ষের তরফে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু মঙ্গলবার ফের তালিকা প্রকাশ হতেই চোখে পড়ে বিস্তর বেনিয়ম। তাদের অভিযোগ, ২০২৩ এবং ২০২৪ সালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি তালিকায় প্রাক্তন এসএফআই নেতার নাম রয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রভাব খাটিয়ে ওই প্রাক্তন বাম ছাত্র সংগঠনের নেতাকে পিএইচডিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

তবে এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত সংবাদমাধ্যমকে জানান, ছাত্রদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। আমি ওদের কথা শুনছি। এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় আমি নেই। যদিও প্রাক্তন এসএফআই নেতা এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি। তবে এদিন বিক্ষোভরত পড়ুয়ারা সাফ জানিয়েছেন , কোনও কিছুকে তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ফের যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও রয়েছে বড়সড় গলদ!

spot_img

Related articles

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...