Thursday, November 6, 2025

কৃষকদের হরিয়ানা ঢোকা আটকাতে পারি না, শম্ভু সীমানা খোলার নির্দেশ আদালতের

Date:

Share post:

সেনার উর্দির পরা মানুষ যেন এদের ভয় না পায়। এমনকি কৃষকরা ঘেরাও করতে পারেন, এমনও নির্দেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। পঞ্জাব-হরিয়ানা সংযোগকারী শম্ভু সীমান্ত খোলার নির্দেশ দিয়ে পর্যবেক্ষণে এমনটাই জানাল আদালতের বিচারপতি জিএস সন্ধ্যাওয়ালিয়া ও বিচারপতি বিকাশ বহলের ডিভিশন বেঞ্চ।

জানুয়ারি মাসের শেষের দিক থেকে দিল্লির যন্তর মন্তর অভিযানে নামেন কৃষকরা। তাঁদের ঠেকাতে হরিয়ানার শম্ভু সীমান্ত অবরুদ্ধ করে হরিয়ানা সরকার। পঞ্জাব ও হরিয়ানার মধ্যে যোগাযোগের সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপর কংক্রিটের গাঁথনি করে দেওয়াল তোলা হয়। তার বাইরে কাঁটাতারের দীর্ঘ বেড়া দেওয়া হয়। সঙ্গে পাহারায় মজুত হয় ভারতীয় সেনা। কৃষক আন্দোলনের জল অনেক দূর গড়িয়েও সমাধান বেরোয়নি। তৃতীয়বার কেন্দ্রে বিজেপির সরকার গঠনের পরে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের পথে কৃষকরা।

পঞ্জাব, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে দিল্লি সংযোগকারী প্রধান সীমানা খুলে দেওয়ার আবেদন জানিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে বুধবার শম্ভু সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। যাতায়াতের প্রভূত সমস্যা ৫-৬ মাস ধরে চলছে। বিকল্প যে পথে দেওয়া হয়েছে তা সমস্যাজনক।

তবে মূলত গণতান্ত্রিক অধিকারের উপর আস্থা ফিরিয়ে সীমানা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, উর্দিধারীরা এদের (কৃষকদের) ভয় পেতে পারেন না। আমরা গণতন্ত্রে বাস করি, কৃষকদের হরিয়ানায় ঢোকা আটকানো বন্ধ করতে পারি না। ওদেরকে ঘেরাও করতে দিন।”

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...