Thursday, August 21, 2025

কৃষকদের হরিয়ানা ঢোকা আটকাতে পারি না, শম্ভু সীমানা খোলার নির্দেশ আদালতের

Date:

Share post:

সেনার উর্দির পরা মানুষ যেন এদের ভয় না পায়। এমনকি কৃষকরা ঘেরাও করতে পারেন, এমনও নির্দেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। পঞ্জাব-হরিয়ানা সংযোগকারী শম্ভু সীমান্ত খোলার নির্দেশ দিয়ে পর্যবেক্ষণে এমনটাই জানাল আদালতের বিচারপতি জিএস সন্ধ্যাওয়ালিয়া ও বিচারপতি বিকাশ বহলের ডিভিশন বেঞ্চ।

জানুয়ারি মাসের শেষের দিক থেকে দিল্লির যন্তর মন্তর অভিযানে নামেন কৃষকরা। তাঁদের ঠেকাতে হরিয়ানার শম্ভু সীমান্ত অবরুদ্ধ করে হরিয়ানা সরকার। পঞ্জাব ও হরিয়ানার মধ্যে যোগাযোগের সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপর কংক্রিটের গাঁথনি করে দেওয়াল তোলা হয়। তার বাইরে কাঁটাতারের দীর্ঘ বেড়া দেওয়া হয়। সঙ্গে পাহারায় মজুত হয় ভারতীয় সেনা। কৃষক আন্দোলনের জল অনেক দূর গড়িয়েও সমাধান বেরোয়নি। তৃতীয়বার কেন্দ্রে বিজেপির সরকার গঠনের পরে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের পথে কৃষকরা।

পঞ্জাব, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে দিল্লি সংযোগকারী প্রধান সীমানা খুলে দেওয়ার আবেদন জানিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে বুধবার শম্ভু সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। যাতায়াতের প্রভূত সমস্যা ৫-৬ মাস ধরে চলছে। বিকল্প যে পথে দেওয়া হয়েছে তা সমস্যাজনক।

তবে মূলত গণতান্ত্রিক অধিকারের উপর আস্থা ফিরিয়ে সীমানা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, উর্দিধারীরা এদের (কৃষকদের) ভয় পেতে পারেন না। আমরা গণতন্ত্রে বাস করি, কৃষকদের হরিয়ানায় ঢোকা আটকানো বন্ধ করতে পারি না। ওদেরকে ঘেরাও করতে দিন।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...