Monday, November 24, 2025

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট! অতিথি আপ্যায়নেও রাজকীয় আয়োজন আম্বানির

Date:

Share post:

একেই বলে গ্রান্ড ওয়েডিং! আর মাত্র হাতেগোনা কিছু সময়ের অপেক্ষা। তারপরই চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি (Anant Ambani)ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)। একের পর এক প্রাক বিবাহ অনুষ্ঠানে তাক লাগিয়ে দেওয়ার পর অবশেষে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত। শুক্রবার মুম্বইতে মহাসমারোহে পালিত হবে হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠান। তবে ছোট ছেলের বিয়ের জন্য মুকেশ আম্বানি যে রাজকীয় আয়োজন করছেন তাতে কোনও সন্দেহ নেই। দেশ বিদেশ থেকে আসছেন বিভিন্ন ক্ষেত্রের বড় বড় তারকারা। খেলাধূলার জগত থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক জগতের তাবড় ব্যক্তি হাজির থাকবেন শুক্রবারের অনুষ্ঠানে।


তবে আগত অতিথিদের যাতে বিয়েতে হাজির হতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য একটি সুপার লাক্সারি প্ল্যান তৈরি করেছেন মুকেশ আম্বানি। অতিথিদের পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিনটি ফ্যালকন-২০০০ জেট এবং ১০০টি ব্যক্তিগত বিমান ভাড়া করা হয়েছে অতিথিদের বিভিন্ন প্রান্ত থেকে মুম্বই নিয়ে আসার জন্য। ঘণ্টাপিছু এর ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা। প্রতিটি বিমান সারা দেশের অনেক জায়গায় সফর করবে। ইতিমধ্যে সেজে উঠেছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টার। তবে এখানেই শেষ নয় শুক্রবার অনুষ্ঠানের কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দ্রা কুরলা কমপ্লেক্সের কাছে রাস্তাগুলি শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের যানবাহনের জন্যই খোলা থাকবে। তবে ভোর থেকে দুপুর ১ টার আগে পর্যন্ত অন্য গাড়িও ওই রাস্তা দিয়ে যেতে পারবে।

অন্যদিকে ইতিমধ্যেই মুকেশ আম্বানির আমন্ত্রিত অতিথিদের তালিকা সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে বলিউড থেকে রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্বদের সমাগম হবে। এছাড়া বিদেশ থেকেও আম্বানির বিশেষ অতিথিরা এই বিয়েতে যোগ দিতে আসতে পারেন। আম্বানি পরিবারের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শুক্রবার মুম্বইয়ের হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বানিজ্যনগরীতে পৌঁছেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির গেস্ট লিস্টে ব্যবসা জগত, ক্রীড়া জগতের দেশ-বিদেশের বহু সেলিব্রিটি রয়েছেন। বিদেশী অতিথিদের তালিকায় আছেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। তাছাড়া কানাডার জনপ্রিয় র‌্যাপার ড্রেক, বিখ্যাত মার্কিন গায়িকা লানা ডেল রে এবং অ্যাডেল বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই আসতে পারেন। এছাড়াও আম্বানি পরিবার কিম কার্দাশিয়ানের মেকআপ আর্টিস্ট, মারিও ডেডিভানোভিচ, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটকার জুলিয়া চ্যাফে এবং হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপেলটনকেও বিয়ের আমন্ত্রণ পাঠিয়েছে। আমন্ত্রিত বিদেশি অতিথিদের জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের বিশিষ্ট ক্যামেরাম্যানরা আসছেন অনুষ্ঠানকে ফ্রেমবন্দী করতে।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো। এছাড়াও HSBC গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার, আরামকো সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ন, স্যামসং ইলেকট্রনিকস চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তো উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিয়ের একদিন আগেই মুম্বইতে (Mumbai) গিয়ে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এছাড়াও থাকার কথা রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরও। নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সোনিয়া গান্ধীকেও। এছাড়াও বলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়বে বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে আসার জন্য অতিথিদের সাবেকি পোশাক পরতে অনুরোধ করা হয়েছে। ওদিকে মার্কিন মুলুক থেকে এসেছেন প্রিয়াংকা চোপড়া (Priyanka Chopra), নিক জোনাস।হিন্দু বৈদিক মতে আগামিকাল গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। বৃহস্পতিবার উপস্থিত হয়েছেন রণবীর সিং থেকে সলমন খান, জাহ্নবী কাপুর, সারা আলি খানরা।


spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...