বিজেপি শাসিত উত্তরাখণ্ডে উপনির্বাচনে ব্যাপক ভোট সন্ত্রাস!

বিজেপি শাসিত উত্তরাখণ্ডের (Uttarakhand) ম্যাঙ্গালোর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। গেরুয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ভোট দিতে বের হলে তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। ওই ভোটারদের লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ। আর এই ভোট সন্ত্রাসে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

উত্তরাখণ্ডের (Uttarakhand) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ম্যাঙ্গালোরের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দাবি করেছে যে, তারা ভোট দিতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি বয়স্কদেরও নির্মমভাবে মারধর করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের আঘাতের চিহ্ন ও রক্ত মাখা কাপড়।

ঘটনা লিবারহেরি গ্রামের ভোট কেন্দ্রে ঘটেছে। যেখানে ম্যাঙ্গালোর এবং বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছিল। ওই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী
কাজী নিজামউদ্দিন বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ করেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালেও ছুটে যান কংগ্রেস প্রার্থী। কংগ্রেস প্রার্থী বলেন, ‘দুষ্কৃতিরা প্রকাশ্য গুলি চালিয়েছে। এই ঘটনা গণতন্ত্রের হত্যা। অনেকেই আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

আরও পড়ুন: চোর সন্দেহে কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার জয়ন্তের আরেক শাগরেদ 

 

Previous articleচোর সন্দেহে কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার জয়ন্তের আরেক শাগরেদ 
Next articleউত্তরে চলবে দুর্যোগ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের