Saturday, August 23, 2025

আর্থিক মামলার তদন্তে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিনের পর দিন অভিযুক্তদের গ্রেফতার করা বা হেফাজতে নেওয়ার পর আদালতে মামলার নিষ্পত্তি করে উঠতে পারিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রের অঙ্গুলিহিলনে চলা এজেন্সি ইডিকে কখনও হাইকোর্ট আবার কখনও সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। এবার জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্যে বাড়ানো হলো ইডি আদালতের (ED special court) সংখ্যা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এক থেকে বেড়ে রাজ্যে ১ আদালতের সংখ্যা দাঁড়ালো ৪। সিবিআই-এর বিশেষ আদালতের মধ্যেই এজলাস বসবে বলে জানা যাচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে কেন্দ্র।

এর আগে ইডির লাগামহীন অভিযান এবং গ্রেফতারের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের মাঝেই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত জানায় বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) মামলার ১৯ নম্বর ধারায় (অর্থ নয়ছয়) অভিযুক্ত ব্যক্তিকে আর নিজে থেকে গ্রেফতার করতে পারবে না ইডি। বুধবার কেন্দ্রের সিবিআই অপব্যবহারে রাজ্যের মামলা শোনার অনুমতি দিয়েছে সুপ্রিম আদালত। সবমিলিয়ে বেশ চাপেই রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে যে দ্রুত মামলার নিষ্পত্তি করে নিজেদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় এবার ED আদালতের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত।


Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version