Tuesday, August 26, 2025

পণের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুন! ব্যাপক উত্তেজনা বারুইপুরে

Date:

ফের গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্মম অত্যাচার। এবার এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানা এলাকায়। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাপের বাড়ির সদস্যদের। বারুইপুরের শঙ্করপুর ২ নং পঞ্চায়েত এলাকার ঘটনা। ওই গৃহবধূর মৃতদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতার নাম রুকসানা বিবি (২০)। তাঁর বাড়ি জয়নগর থানা এলাকায়।

জানা গিয়েছে, কয়েকমাস আগেই বাড়ির অমতে পালিয়ে গিয়ে শঙ্করপুরের বাসিন্দা সাহিল শেখকে বিয়ে করেন রুকসানা। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা অত্যাচারের শিকার হতেন তিনি। রুকসানা অন্তঃসত্ত্বা জেনেও পণের দাবিতে তাঁকে মারধর করত শ্বশুরবাড়ির সদস্যরা। সেই কারণেই চিন্তায় থাকত রুকসানার বাপের বাড়ির লোকেরা।

তারই মাঝে গতকাল, বুধবার বিকেলে রুকসানার মৃত্যুর খবর পান বাপের বাড়ির সদস্যরা। শ্বশুরবাড়িতে গিয়ে রুকসানার বাবা দেখেন তাঁর মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। কেউ নেই বাড়িতে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মারধর করে মেরে ফেলা হয়েছে রুকসানাকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বারুইপুর (Baruipur) থানার পুলিশ।

এদিকে দোষীদের গ্রেফতারির দাবিতে স্থানীয়রা প্রথমে পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ বাহিনী। দোষীদের গ্রেফতারির আশ্বাস দিতে পরিস্থিতি শান্ত হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: আপাত নিরীহ ছাপোষা গৃহবধূ, বিহারের এই “চাচি” একাই চালায় আস্ত ডাকাত দল

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version