Tuesday, November 11, 2025

ডোমকলে বি.কট শব্দে বজ্র.পাত, আ.তঙ্কে গুরুতর অসুস্থ ২৭ স্কুল পড়ুয়া

Date:

স্কুলে তখন খুদেদের ক্লাস নিচ্ছেন শিক্ষক। হঠাৎই শুরু হয় মুষলধারায় বৃষ্টি। দেদার বজ্রপাত হতে থাকে। এরই মধ্যে স্কুলের কাছে ভীষণ আওয়াজ করে বজ্রপাত হয়। আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ২৭ জন পড়ুয়া।কজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে। তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি এমনই যে ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেখানেই চিকিৎসা চলছে তাদের।পড়ুয়ারা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই ডোমকলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে গাছে একটি বজ্রাঘাত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। অচেতন হয়ে পড়ে খুদে পড়ুয়ারা।
এই ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত অন্য শিক্ষকরা ওই শ্রেণিকক্ষে পৌঁছান। অসুস্থদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় ডোমকলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।হাসপাতালে আসেন, এসডিও, এসডিপিও, আইসি, বিডিও, হাসপাতাল সুপার।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version