Wednesday, August 27, 2025

ম্যানেজার্স মিটিং বয়কট মোহনবাগানের, ডার্বি না খেলার সম্ভবনা

Date:

মোহনবাগান কি কলকাতা লিগের ডার্বিতে খেলবে ? বৃহস্পতিবার বিকেলের পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেরাচ্ছে কলকাতা ময়দানে। ১৩ জুলাই ডারবি। ডার্বির আগে ফের বকেয়া নিয়ে বিতর্ক। মোহনবাগানের ডার্বি না খেলার সম্ভবনা। বকেয়া ইস্যুতে বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিং বয়কট করে মোহনবাগান। ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে একটাও কথা বলছি না। আমাদের বকেয়া ৪৭ লক্ষ টাকা কোথায়? কবে পাব? কলকাতা লিগের ডার্বি। অথচ সমর্থকরা কেন ৫০০, ১২০০ টাকা দিয়ে টিকিট কাটবে?’’

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘আমরা একসঙ্গে বকেয়া অত টাকা দিতে পারব না। সাড়ে ন’লাখ টাকার চেক দেওয়ার জন্য চিঠি দিয়েছি মোহনবাগানকে। অন্যান্য ক্লাবকেও বকেয়া দেওয়া হবে। রইল টিকিটের দাম প্রসঙ্গ। আইএসএলের ম্যাচ কি বিনা পয়সায় দেখেন সমর্থকরা?’’ কলকাতা লিগ এখন বিদেশিহীন। ফলে বাঙালির বড় ম্যাচে এখন আর দেখা যাবে না বিদেশিদের। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দু’দলই সিনিয়র দলে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে তাদের ডেভলপমেন্ট টিম খেলাচ্ছে কলকাতা লিগে।

মরশুমের প্রথম ডার্বিতেও নতুন তারার খোঁজে ময়দান। বিশেষ করে, স্বদেশি ডার্বিতে নতুন বঙ্গ তারকার উত্থানের দিকে নজর থাকবে ময়দানের। মোহনবাগানের ফারদিন আলি মোল্লা, সায়ন দাস, রাজ বাসফোর, তপন হালদার, রাজা বর্মনদের মতো বাঙালিরা যেমন রয়েছেন, তেমনই লাল-হলুদ জার্সিতে লিগে আলো ছড়াচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা, তন্ময় ঘোষরা। পারফরম্যান্সের নিরিখে এগিয়ে থেকেই বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সায়নদের দাপটে দু’টি ম্যাচই জিতেছে বিনো জর্জের দল। মোহনবাগান জয়হীন থেকে ডার্বি খেলতে নামছে। তবে ডার্বিতে আগের রেজাল্ট খাটে না। সায়ন-ফারদিনদের নিয়েই ডার্বি-স্বপ্ন সমর্থকদের।


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version