Friday, August 29, 2025

অভিযোগের বুথ নম্বরই নেই মানিকতলায়! এক্স হ্যান্ডেলে কল্যাণকে ধুয়ে দিলেন কুণাল

Date:

গতকাল, বুধবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটেছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ফলাফল আগামী শনিবার। আর চার কেন্দ্রেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নিশ্চিত হার বুঝতে পেরে আগেভাগেই অজুহাত খাড়া করার রাস্তায় নেমেছিল বিজেপি। তাই বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিজেপির তরফে মানিকতলার (Maniktala By Poll) বেশি কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। সাংবাদিক বৈঠক করে ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে-সহ রাজ্য নেতৃত্ব। তাঁরা মানিকতলার ৮৯ টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছিলেন। হাইকোর্টে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কল্যাণ।

তবে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ছাপ্পা, সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের যে দাবি করেছিলেন স্ক্রুটিনির পর বৃহস্পতিবার সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। মানিতলার (Maniktala By Poll) একটিও বুথে পুনর্নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশন। যা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। পাশাপাশি কুণালের দাবি, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের জয় হবে রেকর্ড ভোটে। দলীয় কর্মী-সমর্থকদের সবুজ আবীর, ফুল, মিষ্টি কিনে রাখার আবেদন জানিয়েছেন। কুণাল ঘোষ অবশ্য ভোটের আগে থেকেই দাবি করে আসছেন, গো-হারা হারবে বুঝতে পেরে নাটক করছেন কল্যাণ চৌবে। তার উপর এদিনের পোস্টে আরও খোঁচা দিয়েছেন তিনি।

এদিন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, “মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ। কোনো বুথে রি–পোল নয়। মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনও প্রতিনিধি আসেনি।’‌ অর্থাৎ বিজেপি অভিযোগ তুললেও নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের পক্ষে সাড়া দেয়নি। এমনকী বিজেপি প্রার্থী এবং কর্মীরা নির্বাচন কমিশনের দফতরেও যাননি বলেই দাবি তৃণমূল নেতার।


এখানেই শেষ নয়, বিজেপির প্রার্থীর নিজের বিধানসভা এলাকা নিয়ে যে কোনও ধারণাই নেই সেটাও বুঝিয়ে দেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের কনভেনর কুণাল ঘোষ। তিনি আরও লেখেন, “কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনও বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল। তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।’”

আরও পড়ুন: বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version