Thursday, August 28, 2025

সবজির আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে মানিকতলা বাজারে টাস্ক ফো.র্সের অ.ভিযান

Date:

বাজারের সবজির দাম আকাশছোঁয়া। দাম এতটাই যে বাজারে গিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস। এই দাম নিয়ন্ত্রণে দুদিন আগেই জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি টাস্ক ফোর্সকে বিভিন্ন বাজার পরিদর্শন করে দাম বাড়ার প্রকৃত কারণ জেনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। একটি কমিটিও গড়ে দেন। মুখ্যসচিবের নেতৃত্বে সেই কমিটি প্রতি সপ্তাহে বৈঠকে বসে রিপোর্ট পর্যালোচনা করবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ১০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে।

আজ, বৃহস্পতিবার অগ্নিমূল্য বাজারে আনাজপত্রের দাম কমাতে বাজারে বাজারে ঘুরে দেখছেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। এদিন সাতসকালে মানিকতলা বাজার ঘুরে দেখেন তাঁরা। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, কমল কুমার দে ছিলেন এদিনের অভিযানে। ছিলেন বটতলা থানার অফিসাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেন। কালোবাজারি নিয়ে সতর্ক করেন মুনাফাখোরদেরও। মুখ্যমন্ত্রীর কথায, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।” বুধবার কাঁকুড়গাছি বাজার, শিয়ালদার কোলে মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে।

টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্পষ্ট হঁশিয়ারি দেন, যে দামে সবজি কেনা হচ্ছে, তার দ্বিগুণ দামে বিক্রি করা বন্ধ করতে হবে। যদিও ব্যবসায়ীরা জানান, মিডলম্যানরা মুনাফার জন্য দাম বেশি নিচ্ছে। তাই সব সবজির দাম এত চড়া। তবে রাজ্য সরকার যে এসব বরদাস্ত করবে না এবং এই অভিযান যে চলবে তাও জানিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি,ন্যায্য দামে ক্রেতাদের সবজি দিতে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের সুফল বাংলার স্টলের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, গত পাঁচ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে এবছরের সবজির দাম। মাথায় হাত কৃষক-সবজি বিক্রেতা থেকে সাধারণ মানুষের।জুন মাসে বেগুনের দাম ছিল ৫০ টাকা/কেজি, বর্তমানে তা ১৪০-১৫০ টাকা/কেজি। বিনসের দাম ছিল জুন মাসে ১৪০ টাকা/কেজি, বর্তমানে তা ২০০টাকা/কেজি। অপরদিকে, পালং শাকের দাম ৩০০টাকা/কেজি।ক্যাপসিকাম এবং সজনে ডাটার দাম ২০০টাকা/কেজি। বর্তমানে, সে সব সবজির দাম ১০০-এর নীচে তা হল পটল, লাউ, ঢ‍্যাঁড়শ, বাঁধাকপি।

 

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version