রেশন বন্টন মামলায় ইডির নির্দেশে মান্যতা! ১০০০ পাতার নথি জমা খাদ্য দফতরের 

রেশন (Ration ) বন্টন মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) নির্দেশে নথি জমা দিল খাদ্য দফতর (Food Department) । কত রেশন কার্ড বাতিল হয়েছে তা জানতে চেয়ে খাদ্য দফতরে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে সেই বিস্তারিত তথ্য গোয়েন্দাদের পাঠাল খাদ্য দফতর।

Advt

সূত্রের খবর, এক হাজার পাতার নথি পাঠানো হয়েছে খাদ্য দফতরের তরফে। তবে খাদ্য দফতর সমস্ত নথি জমা দিলেও এই মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছিল ইডি। বাতিল রেশন কার্ডের মাধ্যমে কত কোটি টাকা নয়ছয় হয়েছে জানতে চায় গোয়েন্দারা।

তবে ইতিমধ্যেই ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জেরা করে সেই তথ্য জানতে চাইছে। তাঁরা তদন্তে সাহায্য করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এখনও সেই প্রথম পর্যায়েই রয়েছেন।


Previous articleএকমাস পেরিয়েও মহাকাশে আটকে,  কী বার্তা দিলেন সুনীতা
Next articleভাইরাল হতে ফুলশয্যার ভ্লগ! সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার নবদম্পতির