Thursday, January 15, 2026

এবার দিদিগিরি, অভিযোগের পাহাড় প্রবেশনারি আইএএস অফিসার পূজার বিরুদ্ধে

Date:

Share post:

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকারকে নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ, আইএএস অফিসার হওয়ার জন্য আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন বিভাগ এবং ওবিসি আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছেন পূজা। তাকে ইতিমধ্যে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এখন তাঁকে ওয়াশিম জেলার অ্যাসিসট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রবেশনারি আইএএস অফিসার পূজার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বাবা এবার লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, সেগুলি নিচ্ছিলেন তিনি। নিজের ব্যক্তিগত অডি গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন। যে কাজটা করার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোরে যখন থাকতেন না, তখন তাঁর চেম্বারের একাংশ ব্যবহার করতেন। অ্যাডিশনাল কালেক্টরের অনুমোদন ছাড়াই তাঁর অফিসের আসবাবপত্র সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এখানেই পূজার বিরুদ্ধে অভিযোগ শেষ হয়নি। অভিযোগ উঠেছে, রেভিনিউ অ্যাসিসট্যান্টকে পূজা নির্দেশ দিয়েছিলেন যে তাকে লেটারহেড দিতে হবে। রাখতে হবে নেমপ্লেট। ভিআইপি গাড়ির নম্বর দিতে হবে। সিনিয়ররা যেমন সুযোগ-সুবিধা পান, তাকেও সেরকম সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই পরিস্থিতিতে তাকে বদলি করে দেওয়া হয়েছে।Advt
চাকরি পাওয়ার জন্য পূজার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরি এবং ওবিসি ক্যাটেগরির আওতায় পরীক্ষা দিয়েছিলেন পূজা। পোস্টিং পাওয়ার জন্যও বিশেষ সার্টিফিকেট জমা দিয়েছিলেন। আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরির সার্টিফিকেট যাচাইয়ের জন্য তাকে দিল্লি ডেকে পাঠিয়েছিল এইমস। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণ দেখিয়ে তিনি যাননি বলে অভিযোগ।
এরপর পূজাকে আরও পাঁচবার দিল্লি এইমসে ডাকা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি দিল্লিতে যাননি। বরং স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে সার্টিফিকেট জোগাড় করে জমা দিয়েছিলেন। আর প্রবেশনারি আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছিল ইউপিএসসি। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূজা চাকরিতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...