CCTV ফুটেজ জটিলতা, সোহম কাণ্ডে টেকনো সিটি থানার IC-কে শোকজ

আদালতে সেই ফুটেজ জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ জমা দেয়নি। তাঁরা জানিয়েছে ওই সময় সিসিটিভি খারাপ ছিল।

টেকনো সিটির থানার জন্য আদালতে মুখ পুড়েছে বিধাননগর কমিশনারেটের। একদিকে অভিযোগকারী রেস্তোরাঁর মালিক আনিসুল আলম আঙুল তুলেছিলেন টেকনো সিটি থানার পুলিশের দিকে। অন্যদিকে বিধায়ক সোহম চক্রবর্তীর ঘটনায় টেকনো সিটি থানা সিসিটিভি ফুটেজ না দেখাতে পারায় আদালতেও ভর্ৎসিত বিধাননগর কমিশনারেট। এই ঘটনায় কোনওভাবেই পুলিশের গাফিলতি মেনে নিতে পারছে না কমিশনারেট। এবার শোকজ করা হল টেকনো সিটি থানার আইসিকে।

অভিযোগকারী আনিসুলের দাবি, ঘটনার রাতে টেকনো সিটি থানায় যেভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, সেই গোটা ঘটনা থানার সিসিটিভিতে রেকর্ড আছে বলে দাবি করেছিল টেকনো সিটি থানার পুলিশ। আদালতে সেই ফুটেজ জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ জমা দেয়নি। তাঁরা জানিয়েছে ওই সময় সিসিটিভি খারাপ ছিল। ফলে ভর্ৎসিত হতে হয় কমিশনারেটকে।

সেই সঙ্গে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গেলেও টেকনো সিটি থানা আদালতে দাবি করে তাঁদের কাছে কোনও ফুটেজ নেই। এই বক্তব্যেও ভর্ৎসিত হয় কমিশনারেট। রেস্তোরাঁর মালিক যদিও সেই সব ঘটনার ফুটেজ আদালতে জমা দিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ সেই ফুটেজ কেন থানার কাছে নেই, প্রশ্ন তোলে আদালত।

আর থানার এই অবহেলার পরেই আইসিকে শোকজ করল কমিশনারেট। কমিশনারেটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত থানার সিসিটিভি খারাপ ছিল। থানায় কী ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে কমিশনারেট। আদালত ফুটেজ সংরক্ষণ করতে বলার পরেও কেন থানা তা করেনি, এই সব প্রশ্নের উত্তর সাতদিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।