প্রাথমিক নিয়োগ মামলা: সিবিআই হানায় বাজেয়াপ্ত সফটয়্যার মেটেরিয়াল-হার্ড ড্রাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Tet Receuitment Case) তদন্তে বড়সড় সূত্র হাতে লাগলো সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে সফটয়্যার মেটেরিয়াল এবং হার্ড ড্রাইভ। আজ, শুক্রবার লাগাতার চতুর্থ দিন রবীন্দ্র সরোবর থানার রাজা বসন্ত রায় রোডে এস বসু রায় কোম্পানির দফতরে সিবিআই হানা চলছে।

প্রাথমিক নিয়োগ মামলায় (Tet Receuitment Case) ওএমআর শিটের যাবতীয় ডিটেল উদ্ধারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই তদন্তে অন্য সংস্থার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার অনুমতি মিলেছিল। প্রয়োজনে দেশ-বিদেশের বৈধ হ্যাকারদের সাহায্য নিতে বলেছিল হাইকোর্ট।

উচ্চ আদালতের সেই নির্দেশ মতো চারদিন ধরে একটি বেসরকারি এজেন্সির সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়েই চলছে তল্লাশি। এই অফিস থেকে সফটওয়ার প্যানেল এবং হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেগুলি খতিয়ে দেখে প্রাথমিক ভাবে সিবিআই আধিকারিকরা মনে করছেন, এই অফিস থেকে আরও গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে। তাই আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ ফের এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই হানা দেয়।

আরও পড়ুন: অভিষেক-ম্যাজিকে কাটল জট, রাস্তা পেয়ে আপ্লুত অশীতিপর প্রাক্তন শিক্ষক