Thursday, August 21, 2025

মাঠে এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। শুনে চমকে যাচ্ছেন, হ্যাঁ একদম ঠিকই শুনছেন। এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি দ্বিতীয় ডিভিশন ম্যাচে ঘরোয়া ফুটবলের গোইয়ানো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল গ্রেমিও অ্যানাপোলিস ও সেন্ট্রো ওয়েস্টেসের। গত বুধবারের ঘটনা এটি। ম্যাচ শেষ হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। তারপরই ঘটে এমন কান্ড।

যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে, গ্রেমিওর ফুটবলারেরা কোনও একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করছেন সশস্ত্র পুলিশের সঙ্গে। তার মধ্যেই এক পুলিশ অফিসার ধাক্কা মেরে সরিয়ে দেন গ্রেমিওর গোলকিপার রামন সুজাকে। তারপরে কোনও আগাম হুঁশিয়ারি ছাড়াই রামনের পা লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই ফুটবলার খোঁড়াতে খোঁড়াতে কিছুটা দূরে সরে যান এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। তারপরে পা ধরে মাটিতে শুয়ে পড়েন। ক্লাবের চিকিৎসকেরা এসে পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন। রামনের পা রক্তে ভেসে যায়। জল ঢেলে সেই রক্ত পরিষ্কার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গোলকিপারকে। এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে গ্রেমিও অ্যানাপোলিস। তারা জানিয়েছেন, “একটা অবিশ্বাস্য, ভয়াবহ ও জঘন্য অপরাধের কাজ করেছে। আর সেটা যে করেছে, তার উপর নিরাপত্তার দায়িত্ব ছিল। এই ঘটনা আমরা কোনওদিন ভুলব না।” জানা যাচ্ছে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা গম্ভীরের, কী বললেন তিনি?


Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version