Sunday, January 11, 2026

বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের জের! হাড়োয়ায় গুলিবিদ্ধ মহিলা, ভর্তি এসএসকেএমে

Date:

Share post:

বিবাহ বিচ্ছদের মামলা (Divorce) চলছিল, এর মধ্যেই আচমকা গুলিবিদ্ধ গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa) থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায় শুট আউটের (Shootout ) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ গৃহবধূর নাম শম্পা দাস (২৮)। তাঁর কোমরে ও পিঠে গুলি লেগেছে বলে খবর। বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে খাওয়াদাওয়ার পর নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন ওই মহিলা। কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দা রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাসের সঙ্গে ধুতুরদহ এলাকার বাসিন্দা অসিত সর্দারের বিয়ে হয়। বর্তমানে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর সেকারণেই এখন বাবার বাড়িতেই থাকেন শম্পা। অভিযোগ, সেখানেই বৃহস্পতিবার রাতে কেউ বা কারা তাঁকে গুলি করেছে। গুলি চালানোর পর ঘটনাস্থলেই আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই তাঁকে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপড়েন চলছিল। শ্বশুরবাড়ির থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন শম্পার বাপের বাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির পরিবার তা দিতে অস্বীকার করে। কিন্তু তাতে রাজি ছিল না শম্পার পরিবার। সেই বিবাদের জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এখনও কেউই গ্রেফতার বা আটক হয়নি। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করেছে।


spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...