সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। যাত্রীসহ টোটোকে সজোরে ধাক্কা কন্টেনারের, ঘটনাস্থলেই মৃত ২! মৃত ২ জনই টোটোর যাত্রী। ঘটনায় জখম হয়েছেন টোটোর অনান্য যাত্রীরাও।আজ, শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃত দম্পতি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকালে টোটো করে সরকার দম্পতি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আসছিলেন চিকিৎসা করাতে। বংশবাটি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে উমরপুরের দিক থেকে আসা একটি গাড়ি সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সরকার দম্পতির।
আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে সঙ্ঘের চাপ, রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে জগন্নাথ!