পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে শম্ভু সীমান্ত খুলে দেওয়ার। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ দাবি আদায়ে আন্দোলন করা কৃষকদের গণতান্ত্রিক অধিকার। আদালতের এই রায়ের দুই দিনের মধ্যেই ফের আন্দোলনের পথে গোটা দেশের কৃষক সংগঠনগুলি।

কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা বৃহস্পতিবার ঘোষণা করে, এমএসপি-র আইনি গ্যারান্টি, চাষিদের ঋণ মকুবের দাবিতে আবারও শুরু হবে আন্দোলন। সংগঠনের অন্তর্গত ৪০টি কৃষক সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
কৃষক সংগঠনগুলির পরিকল্পনা, ২৩ জুলাই সংসদে বাজেট অধিবেশন। সংসদের বাজেট অধিবেশনের আগে কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চাইবেন। দেখা করা হবে পঞ্জাবের ক্ষমতাসীন নেতৃত্বদের সঙ্গেও। তাঁদের হাতে নিজেদের দাবিপত্র তুলে দেবেন। সমস্ত সাংসদকেই দাবিপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।

জানা গিয়েছে, আগামী ৯ অগাস্ট ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন কৃষকরা। ২০২১ সালে সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে কেন্দ্র যা চুক্তি করেছিল, তা মেনে নিতে হবে সরকারকে, এমনটাই দাবি কৃষক মোর্চার। একইসঙ্গে জানা গিয়েছে, কৃষক নেতারা প্রতিটি রাজ্যে গিয়ে কেন্দ্র বিরুদ্ধে প্রচার চালাবেন।
