রাজ্যের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের ফাইল আটকে রাজভবনে। ফলে থমকে রয়েছে কাজ। এই অভিযোগ তুলে শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। অভিযোগ, রাজ্য সরকারি প্রকল্পে আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল বোস। এর জেরে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি। একই সঙ্গে উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা তৈরি করছেন বলে অভিযোগ রাজ্যের। এদিন রিট পিটিশন দাখিল করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেছে।
এদিন শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেন আইনজীবী আস্থা শর্মা। তিনি আদালতকে জানান, রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৮ টি বিল আটকে রেখেছেন। ওই বিলগুলি আটকে রেখে রাজ্যপাল সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন। যা কোনও গণতন্ত্রিক শাসনব্যবস্থা ও জনকল্যাণের পরিপন্থী। কারণ এই ধরনের বিলের মাধ্যমেই জনকল্যাণমূলক কাজ করা হয়।