Friday, November 7, 2025

রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা, আত্মবিশ্বাসী তৃণমূল

Date:

রাত পোহালেই শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) গণনা। চারে চার করার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। একটি আসন পেয়েছিল তৃণম। তবে উপনির্বাচনে চারটি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এবারও লড়াই বিজেপি।আর তৃণমূলের মধ্যে। শনিবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

আপাতাবে উপনির্বাচন (West Bengal By Poll) হলেও এই ভোটের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। তবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগড়া বিধানসভায় পিছিয়ে আছে তারা। শুধু তাই নয়, এই তিন আসনের লোকসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। তবে মানিকতলা এগিয়ে তৃণমূল। তাই এই ভোট যেমন মর্যাদার, তেমনই ২০২৬ বিধানসভার আগে এই আসনগুলোতে এসিড টেস্ট। বিশেষ করে মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ ও বাগদা তৃণমূলের পরীক্ষা। সিএএ লাগু হওয়ার পর বিতর্ক থাকলেও এখনও মতুয়া ভোট যে বিজেপির দিকে ঝুঁকে তা লোকসভাতেই প্রমাণিত। ফলে উপনির্বাচনের ফলাফল সরকার ভাঙা গড়ার না হলেও, তা রাজনৈতিক ভাবে বিজেপি ও তৃণমূলের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে এই ভোটেও বাম-কংগ্রেসের জমানত বাজেয়াপ্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চারটি কেন্দ্রে ভোটের সার্বিক হার ৬৬.৯৫ শতাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছে ৫৪.৯৮ শতাংশ।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না: উদ্ধবকে পাশে বসিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

Related articles

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...
Exit mobile version