মারাঠা রাজনীতিতেও এবার শোনা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুংকার! শুক্রবার, মুম্বইতে ‘মাতশ্রী‘-তে ঠাকরে পরিবারের সঙ্গে দেখা করার পরে এমনই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করবেন তিনি।
মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঠাকরে পরিবারের বাসভবনে গিয়ে উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলেকে পাশে বসিয়ে মারাঠাভূমিতে আগামী রাজনৈতিক কর্মসূচির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারে আসবেন তিনি। এর আগেও তাঁর রাজনৈতিক সুহৃদ সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা। এবার মহারাষ্ট্রের নির্বাচনে উদ্ধবের পাশে দাঁড়াতে যাবেন মমতা।