Wednesday, November 5, 2025

রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা, আত্মবিশ্বাসী তৃণমূল

Date:

রাত পোহালেই শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (West Bengal By Poll) গণনা। চারে চার করার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। একটি আসন পেয়েছিল তৃণম। তবে উপনির্বাচনে চারটি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এবারও লড়াই বিজেপি।আর তৃণমূলের মধ্যে। শনিবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

আপাতাবে উপনির্বাচন (West Bengal By Poll) হলেও এই ভোটের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। তবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগড়া বিধানসভায় পিছিয়ে আছে তারা। শুধু তাই নয়, এই তিন আসনের লোকসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। তবে মানিকতলা এগিয়ে তৃণমূল। তাই এই ভোট যেমন মর্যাদার, তেমনই ২০২৬ বিধানসভার আগে এই আসনগুলোতে এসিড টেস্ট। বিশেষ করে মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণ ও বাগদা তৃণমূলের পরীক্ষা। সিএএ লাগু হওয়ার পর বিতর্ক থাকলেও এখনও মতুয়া ভোট যে বিজেপির দিকে ঝুঁকে তা লোকসভাতেই প্রমাণিত। ফলে উপনির্বাচনের ফলাফল সরকার ভাঙা গড়ার না হলেও, তা রাজনৈতিক ভাবে বিজেপি ও তৃণমূলের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে এই ভোটেও বাম-কংগ্রেসের জমানত বাজেয়াপ্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

চারটি কেন্দ্রে ভোটের সার্বিক হার ৬৬.৯৫ শতাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়েছে ৬৮.৪৪ শতাংশ এবং কলকাতার মানিকতলায় ভোট পড়েছে ৫৪.৯৮ শতাংশ।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না: উদ্ধবকে পাশে বসিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...
Exit mobile version