Thursday, August 21, 2025

রাস্তা খুঁড়তেই মিলল পচাগলা দেহ! শনিবার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার (North Kolkata) কাশী বোস লেনে (Kashi Bose Lane)। সূত্রের খবর, এদিন পুরসভার (KMC) তরফে বিধান সরণীতে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তখনই গর্ত খোঁড়ার সময়ে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় পুরকর্মীদের। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মহিলার (Woman) দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক আগেই কাশী বোস লেনের মুখে ট্রাম লাইনের পাশে ক্ষুদিরাম কলেজের কাছেই পাইপ লাইনের কাজ শুরু হয়। আর শনিবার সকাল থেকেই এলাকায় পচা গন্ধ বেরোতে শুরু করে। তারপরই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মহিলার দেহ।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার মুখে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। তবে মাঝবয়সী মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আচমকা এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্তা। পুরসভার কর্মীরা জানিয়েছেন, শনিবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কাশী বোস লেন এবং বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খননের সময়ে পচাগলা দেহটি উদ্ধার হয়। ওই মহিলার পরনে ছিল টিশার্ট।

তবে উত্তর কলকাতার ব্যস্ততম এলাকায় কীভাবে ওই মহিলার দেহ এল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে দেহটি বেশি পুরনো নয় বলেই পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version