Monday, August 25, 2025

তৃণমূল কংগ্রেস প্রথমবার জিতল রায়গঞ্জ। এখানে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী একুশের নির্বাচনে। যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির রথ থামিয়ে দিয়েছিল। সেই মরশুমে জিতেছিলেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর লোকসভা নির্বাচনে পরাজিত হন। তবে এবার রায়গঞ্জ প্রথমবার জিতল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণ কল্যাণীকে সামনে রেখেই জয় আসে। আগে এটা কংগ্রেস জিতত।
সকাল থেকেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গননা শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। রায়গঞ্জের পলেটেকনিক কলেজে ছিল টানটান স্নায়ুর লড়াই। জয়ের পর তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উল্লাস শুরু করে দেয়। ১৯৯৮ সালের পর থেকে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের দখলে আসেনি। এবারের উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেসের দখলে এল রায়গঞ্জ। আর উত্তরবঙ্গে কোচবিহারের পর ঘাসফুল ফুটল রায়গঞ্জে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। আর তিনি হেরে যান বিজেপির কার্তিক পালের কাছে। তবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁর উপরই ভরসা রেখেছিল শাসকদল। এবার তিনি জিতলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তবে তখন তাঁর দল ছিল বিজেপি। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আজ কৃষ্ণ কল্যাণীর জয় দিয়েই উপনির্বাচনের খাতা খুলল তৃণমূল কংগ্রেস।এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী‌ হয়েছেন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version