Saturday, July 5, 2025

হারের উপহার! কল্যাণ চৌবের বাড়িতে ৬৩ পিসের রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল!

Date:

Share post:

যত ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হারবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজেপি প্রার্থীর বাড়িতে রসগোল্লা পাঠাবেন বলে গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কল্যাণ হেরেছে। একেবারে গো-হারা হেরেছে। মানিকতলায় জয়ের মার্জিনে সর্বকালীন রেকর্ড গড়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। জয়ের ব্যবধান ৬২ হাজার ৩১২ ভোট। অর্থাৎ ৬৩ হাজারের ঘরে জয়ের মার্জিন। আর যেমন কথা তেমন কাজ। ফলাফল বেরোনোর পর শনিবার সন্ধ্যায় পেল্লাই একটা হাঁড়িতে ৬৩ পিস রসগোল্লা সুন্দরভাবে সাজিয়ে কল্যাণ চৌবের বাড়িতে পাঠিয়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক রসগোল্লার হাঁড়ি কল্যাণের বাড়ি নিয়ে গেলে তাঁর আবাসনের নিরাপত্তা রক্ষী তা হাসিমুখে গ্রহণ করেন।

রসগোল্লা পাঠানোর আগে মানিকতলার তৃণমূল কোর কমিটির কনভেনর কুণালের (Kunal Ghosh) সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষ সহ বেশকিছু নেতৃত্ব। রসগোল্লার হাঁড়ি হাতে কুণাল ঘোষ বলেন, কল্যাণ চৌবে মানিকতলা সুপ্তি পাণ্ডের কাছে প্রায় ৬৩ হাজার ভোটে হেরেছেন। ভোটের আগে কুৎসা করেছেন। তাই ৬৩ রসগোল্লার এই হাঁড়ি কল্যাণবাবুর বাড়ি পাঠানো হচ্ছে। সবাই মিলে আনন্দ করাই ভালো। এরপর ওই হাঁড়ি নিয়ে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক কল্যাণ চৌবের বাড়িতে যান। সম্ভবত কল্যাণ তখন বাড়ি ছিলেন না। তাই সেই মিষ্টির হাঁড়ি কল্যাণের আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে তাঁরা দিয়ে আসেন।

গত মাসেই লোকসভা ভোটে মানিকতলা বিধানসভা থেকে প্রায় ৩ হাজারের কিছু বেশি ভোটে লিড নিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে লক্ষ্য ছিল রেকর্ড ব্যবধান। আর আনায়াসে লক্ষ্যমাত্রা পেরিয়েছে তৃণমূল। কলকাতার মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছে তৃণমূল। মানিকতলা বিধানসভার কাউন্টিং সেন্টার ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে। এ দিন গণনা শেষ হতেই সেখানে যান কুণাল। দুপুরে সেখানে গিয়েই সংবাদ মাধ্যমকে কুণাল বলেন, ‘কল্যাণ চৌবে যত ভোটে হারবেন, ততগুলি রসগোল্লা ওঁর বাড়িতে পাঠাব।’

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ২০ হাজার ২৩৮ ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। ২০২২-র ফেব্রুয়ারিতে মৃত্যু হয় সাধন পাণ্ডের। তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে তা হয়নি। কারণ, কল্যাণ চৌবে মামলা করেছিলেন। ফলে দীর্ঘ আড়াই বছর এলাকাবাসী বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। অনেকের মতে, উপনির্বাচনে কল্যাণের বিপুল ব্যবধানে হারের এটাও অন্যতম কারণ।

আরও পড়ুন: উপনির্বাচনে জয়জয়কার, নয়া বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপালকে ‘সংবিধান রক্ষা’র বার্তা স্পিকারের

 

spot_img

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...