লোকসভা নির্বাচন থেকে অক্সিজেন নিয়ে বিধানসভার উপনির্বাচনগুলিতে বিরোধী জোটের জয়জয়কার। একদিকে বাংলায় যেখানে তৃণমূলেরই একাধিপত্য, সেখানেই পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের ভোটেও বিরোধীদের একচ্ছত্র আধিপত্য।

পঞ্জাব – জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয়ী আপ প্রার্থী মহিন্দর ভগৎ। নিকটবর্তী প্রার্থী বিজেপির শীতল অঙ্গুরালকে প্রায় ৩৭ হাজার ভোটে পরাজিত করেন তিনি।
হিমাচল প্রদেশ – দেহেরা কেন্দ্রে জয়ী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কংগ্রেস প্রার্থী কমলেশ ঠাকুর। ৯ হাজার ভোটে তিনি নিকটতম বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। নালাগড় কেন্দ্রেও এগিয়ে কংগ্রেস প্রার্থী। তবে অন্য একটি কেন্দ্র হামিরপুরে সামান্য এগিয়ে বিজেপি প্রার্থী।

উত্তরাখণ্ড – এই রাজ্যের উপনির্বাচন হওয়া দুই কেন্দ্র বদ্রিনাথ ও মাংলৌরে এগিয়ে কংগ্রেসের প্রার্থীরা। তৃতীয় রাউন্ড গণনার শেষে মাংলৌরে বিজেপি তিন নম্বর স্থানে। বদ্রিনাথে বিজেপি দ্বিতীয় স্থানে।

বিহার – নীতীশের জেডিইউ অপেক্ষাকৃত ভালো স্থানে বিহারে। রূপুলি উপনির্বাচনে নির্দল প্রার্থীর থেকে জেডিইউ প্রার্থী প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে।

মধ্যপ্রদেশ – ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশের অমরওয়ারায় বেলা বাড়তেই কংগ্রেসের জন্য সুখবর আসা শুরু। বেলা ১২টা পর্যন্ত কংগ্রেস প্রার্থী সুখারাম দাস ইনভাতি এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীর থেকে।

তামিলনাড়ু – ভিক্রাবান্দি কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে ডিএমকে প্রার্থী আন্নিউর শিবা। ২৯ জন প্রার্থীর মধ্যে তিনি প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে।
