ধর্মের নামে ভণ্ডামি মানতে নারাজ দেশবাসী! লোকসভা নির্বাচনের (Loksabha Election) পর উপনির্বাচনেও (By Election ) ধর্মনগরীতে থমকে গেল মোদির ভাঁওতাবাজির ডবল ইঞ্জিন। লোকসভা নির্বাচনে রামের নামে হিন্দুত্বের বুলি আওড়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেও কার্যসিদ্ধি হয়নি। অযোধ্যাবাসী (Ayodhya) মোদির ভণ্ডামিকে কার্যত উড়িয়ে দিয়েছেন। আর শনিবার দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচনের ফল সামনে আসতেই দেখা যায় উত্তরাখণ্ডের বদ্রীনাথেও (Badrinath )বিধানসভার উপনির্বাচনে গোহারা হার হয়েছে পদ্ম শিবিরের। বদ্রীনাথ আসনটি কংগ্রেসের দখলে গিয়েছে। আর তারপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের মতে, মোদির ধর্ম নিয়ে ভণ্ডামির দিন শেষ। মানুষ বুঝতে পেরেছে ডবল ইঞ্জিন সরকারের আসল চেহারা। সেকারণে লোকসভায় অযোধ্যা আর বিধানসভার উপনির্বাচনে বদ্রীনাথ দুই ধর্মনগরী হাতছাড়া হল গেরুয়া শিবিরের।
বিজেপি প্রার্থী ভান্ডারি পেয়েছেন ২২৯৩৭ ভোট। অন্য দিকে, কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুটোলা পেয়েছেন ২৮১৬১ ভোট। বিজেপি সূত্রে খবর, অযোধ্যাতে দলের হার শীর্ষ নেতৃত্বরাও কল্পনা করতে পারেননি। শুধু তাই নয়, অযোধ্যার পাশাপাশি বিধানসভা উপনির্বাচনে বদ্রীনাথে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু তাও অধরা রয়ে গেল। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যে হারের কারণ নিয়ে ময়নাতদন্ত শুরু করেছে দল।