স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। বেআইনি বিয়ে মামলায় শনিবার অব্যাহতি পেয়েই রবিবার ফের গ্রেফতার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রী বুশরা বিবি। তোষাখানা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেল থেকে বেরনোর মুখেই দম্পতিকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তথা ন্যাব। এদিন আদিয়ালা জেলের তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরনোর আগেই ইমরান ও বুশরাকে আটক করে করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়।
তবে, বুশরা বিবির গ্রেফতারিতে তীব্র প্রতিবাদ জানান বিরোধী নেতা ওমর আয়ুব খান। আদিয়ালা জেল প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।