অবশেষে জল্পনার অবসান হতে চলেছে রবিবার। আর কিছুক্ষণের মধ্যেই খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্ন ভাণ্ডার (Ratna Bhandar)। জগন্নাথধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর, রত্ন ভাণ্ডার খোলা হতে পারে রবিবার দুপুর ঠিক ১টা ২৮ মিনিটের মধ্যে। তবে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও শেষ পাওয়া খবর, ডুপ্লিকেট চাবি পরীক্ষা করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খুলতে পারে ভাণ্ডারের দরজা। জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাড়িই এই সময় নির্ধারণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ সময়ের কথা ঘোষণা করেন ওডিশা হাইকোর্টের বিচারপতি তথা রত্ন ভাণ্ডারের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বিশ্বনাথ রথ।
ছ’বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের আসল চাবি। ফলে এদিন ডুপ্লিকেট চাবি দিয়েই রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছেন, চাবি দিয়ে খোলা সম্ভব না হলে রত্ন ভাণ্ডারের তালা ভেঙে ফেলা হবে। তবে ভিতরে এবং বাইরের ভাণ্ডারের কাছে দু’টি সাপুড়ের দলকে রাখা হচ্ছে। কোনওভাবেই যেন কোনও বিপত্তি না ঘটে এবং কোনও ব্যক্তিকে সাপ কামড়াতে না পারে, তার জন্যই এই আয়োজন।
