Friday, December 19, 2025

লাল-সবুজ আলোয় ‘না’,আরো নিয়মে নতুন হোর্ডিং নীতি আনছে রাজ্য

Date:

Share post:

একদিকে শহরের গোটা সৌন্দর্য ঢাকা পড়েছে। অন্যদিকে যে কোনও সময়ে ঘটে যেতে পারে মুম্বইয়ের মতো দুর্ঘটনা। কার্যত তিলোত্তমাকে ঢেকে ফেলা হোর্ডিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই হোর্ডিং নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। রাজ্যের ইতিহাসে প্রথমবার বিজ্ঞাপনের হোর্ডিং নিয়ে নতুন নিয়ম তৈরি হতে চলেছে এই পদক্ষেপের হাত ধরে।

কলকাতা শহর সহ সব পুরসভা এলাকায় এবার সরকারি নিয়ম মেনে হোর্ডিং বসাতে হবে। কোথায় হোর্ডিং টাঙানো যাবে না নিয়ে নিয়ম জারি হবে। হেরিটেজ ভবন, কবরস্থান, শ্মশান, জলাশয় এবং ফরেস্ট এলাকায় হোর্ডিং লাগানো নিষিদ্ধ হতে চলেছে। এই সব এলাকা ‘নো হোর্ডিং জোন’ হিসাবে চিহ্নিত হবে। পুরসভাও নিজেদের ইচ্ছামতো হোর্ডিং লাগানোর নির্দেশ দিতে পারবে না। কোনও বাড়ির দরজা-জানালা বা খোলা জায়গা আটকে হোর্ডিং লাগানো যাবে না।

হোর্ডিং কেমন হবে, তা নিয়েও নিয়ম আনতে চলেছে রাজ্য। জাতিগত বা সাম্প্রদায়িক প্রচারে জারি থাকছে নিষেধাজ্ঞা। এছাড়াও নারী ও শিশুদের প্রতি শোষণের বার্তা ছড়ায় বা পশু পাখির উপর হিংসার বার্তা হোর্ডিং-এ দেওয়া যাবে না। কোনও নেশার বস্তু বা লটারির টিকিটের বিজ্ঞাপন হোর্ডিং-এ দেওয়া যাবে না বলেও নিয়ম আনতে চলেছে রাজ্য। সেই সঙ্গে হোর্ডিংয়ের মধ্যে লাল এবং সবুজ আলোর ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে।

ঝড়, বৃষ্টি বা ভূমিকম্পের মতো যেকোন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সময় যাতে হোর্ডিং ভেঙে না পড়ে সেই বিষয়ে নিশ্চিত করতে কোনও ইঞ্জিনিয়ারকে দিয়ে হোর্ডিংয়ের ‘স্ট্রাকচারাল ডিজাইন’ আগেই জমা দিতে হবে। হোর্ডিং তৈরির পরে তা নিয়মিত রক্ষণাবেক্ষন করে তার রিপোর্ট সংশ্লিষ্ট পুরসভাকে জমা দিতে হবে। একদিকে যেমন বিজ্ঞাপনী সংস্থাগুলি নিজেরা ইচ্ছামতো হোর্ডিং লাগাতে পারবেন না, তেমনই পুরসভাও ইচ্ছামতো ছাড়পত্র দিতে পারবে না বলেই নতুন নির্দেশিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর।

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...