Saturday, January 31, 2026

অনন্ত-রাধিকার বিয়েতে বোমা বিস্ফোরণের হুমকি! অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর মুম্বই পুলিশ

Date:

Share post:

অনন্ত-রাধিকার (Anant Ambani Radhika Merchant) বিয়ে উপলক্ষে রীতিমতো সরগরম বানিজ্যনগরী মুম্বই (Mumbai)। আম্বানি পরিবারে রীতিমতো খুশির হাওয়া। এমন শুভ মুহূর্তেও মাথাব্যথা পিছু ছাড়ছে না শিল্পপতি মুকেশ আম্বানির। এবার ছেলের বিয়ের মধ্যেই বোমা বিস্ফোরণের হুমকি। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই সতর্ক মুম্বই পুলিশ। @FFSFIR আইডি থেকে ওই নেটিজেন পোস্টে লেখেন, ‘আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। লাজলজ্জাহীন হয়ে বলছি, যদি আম্বানির বিয়েতে বোমা বিস্ফোরণ হয়, তাহলে তো অর্ধেক বিশ্ব বদলে যাবে।’

শুক্রবার ছিল অনন্ত-রাধিকার বিয়ে, রবিবার ছিল প্রীতিভোজ। তবে এই ৭২ ঘণ্টা সবচেয়ে বেশি চর্চায় ছিল ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। জমকালো এই অনুষ্ঠানে দেশ বিদেশের তারকার ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু তা-ই নয়, রাজনীতিবিদ থেকে শিল্পপতিরাও এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে। আর সেই অনুষ্ঠানেই বোমা বিস্ফোরণের হুমকি মেলে চাঞ্চল্য ছড়িয়েছে। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানান, শনিবার রাতে এক্স হ্যান্ডলে একটি হুমকিবার্তা আসে। সেখানে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানস্থলে বোমা মারার হুমকি দেওয়া হয়। তবে বিষয়টি নজরে আসতেই সতর্ক হয় পুলিশ। খবর পেয়েই জোরদার করা হয় অনুষ্ঠানস্থলের নিরাপত্তা।

 

যদিও অভিযুক্ত নেটিজেনের আসল পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড কানেকশন সেন্টারে মহাধুমধাম করে বসেছিল বিয়ের আসর। চারহাত এক হয় অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। তবে এই হুমকি পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই বিবাহ অনুষ্ঠানের আশপাশে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, এখনও পর্যন্ত মুম্বই পুলিশ এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করেনি। গত ১৩ জুলাই এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করা হয়েছিল। এর নেপথ্যে কে বা কারা রয়েছে, কী উদ্দেশ্য নিয়ে এমন পোস্ট করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানস্থল থেকে দু’জনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সূত্রের খবর, তাঁদের আমন্ত্রণ ছিল না। ভুয়ো পরিচয় দিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন তাঁরা। ধৃতেরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পুলিশ জেরা করে জানতে পেরেছে, আম্বানিদের বিয়েতে যোগ দেওয়ার জন্যই মুম্বইয়ে এসেছিলেন তাঁরা।

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...