Friday, July 4, 2025

উপনির্বাচনে লজ্জাজনক হার! বিজেপি নেতৃত্বকে তুলোধনা তথাগতর, বিদ্রূপ তৃণমূলের

Date:

একের পর এক বিস্ফোরক মন্তব্য। লোকসভায় মুখ থুবড়ে পড়ার পর এবার বাংলার ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (Assembly By Election) গোহারা হেরেছে বিজেপি (BJP)। এবার উপনির্বাচনে দলের ভরাডুবির পর, প্রকাশ্যে বিজেপির অন্দরে অন্তর্কলহ। সেই রেশ ধরেই এবার দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখর বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তথাগত। বিজেপি নেতার টুইট রিটুইট করে সেই অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)।

দলের লজ্জাজনক ফলাফলের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে হার রাজ্য ও রাজ্য বিজেপির প্রতি কেন্দ্রের উদাসীনতার জীবন্ত দলিল। যার জেরে ধীরে ধীরে দলের একনিষ্ঠ, দায়িত্ববান, সৎ কর্মীরা কোনঠাসা হয়ে পড়ছেন এবং অন্যদিকে দূর্নীতিপরায়ণ অসৎ কর্মীরা আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে ট্যাগ করে পোস্ট করেছেন বিজেপি নেতা। আর দলের বর্ষীয়ান নেতার এমন পোস্টে ঘরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে গেরুয়া শিবির। তবে বিজেপি নেতার এই পোস্ট দেখে সরব তৃণমূল‌‌ও।

এদিন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত তথাগতের পোস্টকে পরোক্ষে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির ঠিক কেমন হাল তা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন গেরুয়া শিবিরের প্রবীণ নেতা। এরপরই ঋজু লেখেন, শুভেন্দু, সুকান্ত এবং মানসিকভাবে অসুস্থ নিজেদের দলেই ধর্ষক নিয়োগকারী অমিত মালব্য পুরো ইকোসিস্টেমকে বোকা বানিয়ে যাচ্ছেন। যার ফল এবার হাতেনাতে পেল বিজেপি। বাংলায় যে বিজেপির পায়ের তলার মাটি সরছে তা ভোটেই প্রমাণ করেছেন রাজ্যবাসী।


Related articles

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...

শনিবার উল্টোরথ, জগন্নাথের পুনর্যাত্রায় তৈরি সৈকত নগরী দিঘা

মাসির বাড়িতে আদর আপ্যায়নের পর এবার জগন্নাথ- বলরাম- সুভদ্রা যাবেন নিজের বাড়িতে। শনিবার পুনর্যাত্রায় লক্ষ লক্ষ ভক্ত রথের...

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন...

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...
Exit mobile version