Sunday, November 2, 2025

উপনির্বাচনে লজ্জাজনক হার! বিজেপি নেতৃত্বকে তুলোধনা তথাগতর, বিদ্রূপ তৃণমূলের

Date:

একের পর এক বিস্ফোরক মন্তব্য। লোকসভায় মুখ থুবড়ে পড়ার পর এবার বাংলার ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (Assembly By Election) গোহারা হেরেছে বিজেপি (BJP)। এবার উপনির্বাচনে দলের ভরাডুবির পর, প্রকাশ্যে বিজেপির অন্দরে অন্তর্কলহ। সেই রেশ ধরেই এবার দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখর বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তথাগত। বিজেপি নেতার টুইট রিটুইট করে সেই অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)।

দলের লজ্জাজনক ফলাফলের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে হার রাজ্য ও রাজ্য বিজেপির প্রতি কেন্দ্রের উদাসীনতার জীবন্ত দলিল। যার জেরে ধীরে ধীরে দলের একনিষ্ঠ, দায়িত্ববান, সৎ কর্মীরা কোনঠাসা হয়ে পড়ছেন এবং অন্যদিকে দূর্নীতিপরায়ণ অসৎ কর্মীরা আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে ট্যাগ করে পোস্ট করেছেন বিজেপি নেতা। আর দলের বর্ষীয়ান নেতার এমন পোস্টে ঘরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে গেরুয়া শিবির। তবে বিজেপি নেতার এই পোস্ট দেখে সরব তৃণমূল‌‌ও।

এদিন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত তথাগতের পোস্টকে পরোক্ষে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির ঠিক কেমন হাল তা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন গেরুয়া শিবিরের প্রবীণ নেতা। এরপরই ঋজু লেখেন, শুভেন্দু, সুকান্ত এবং মানসিকভাবে অসুস্থ নিজেদের দলেই ধর্ষক নিয়োগকারী অমিত মালব্য পুরো ইকোসিস্টেমকে বোকা বানিয়ে যাচ্ছেন। যার ফল এবার হাতেনাতে পেল বিজেপি। বাংলায় যে বিজেপির পায়ের তলার মাটি সরছে তা ভোটেই প্রমাণ করেছেন রাজ্যবাসী।


Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version