Monday, November 3, 2025

উপনির্বাচনে লজ্জাজনক হার! বিজেপি নেতৃত্বকে তুলোধনা তথাগতর, বিদ্রূপ তৃণমূলের

Date:

একের পর এক বিস্ফোরক মন্তব্য। লোকসভায় মুখ থুবড়ে পড়ার পর এবার বাংলার ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (Assembly By Election) গোহারা হেরেছে বিজেপি (BJP)। এবার উপনির্বাচনে দলের ভরাডুবির পর, প্রকাশ্যে বিজেপির অন্দরে অন্তর্কলহ। সেই রেশ ধরেই এবার দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখর বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তথাগত। বিজেপি নেতার টুইট রিটুইট করে সেই অভিযোগকে কার্যত মান্যতা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)।

দলের লজ্জাজনক ফলাফলের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিধানসভা উপনির্বাচনে ৪ আসনে হার রাজ্য ও রাজ্য বিজেপির প্রতি কেন্দ্রের উদাসীনতার জীবন্ত দলিল। যার জেরে ধীরে ধীরে দলের একনিষ্ঠ, দায়িত্ববান, সৎ কর্মীরা কোনঠাসা হয়ে পড়ছেন এবং অন্যদিকে দূর্নীতিপরায়ণ অসৎ কর্মীরা আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে ট্যাগ করে পোস্ট করেছেন বিজেপি নেতা। আর দলের বর্ষীয়ান নেতার এমন পোস্টে ঘরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে গেরুয়া শিবির। তবে বিজেপি নেতার এই পোস্ট দেখে সরব তৃণমূল‌‌ও।

এদিন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত তথাগতের পোস্টকে পরোক্ষে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির ঠিক কেমন হাল তা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন গেরুয়া শিবিরের প্রবীণ নেতা। এরপরই ঋজু লেখেন, শুভেন্দু, সুকান্ত এবং মানসিকভাবে অসুস্থ নিজেদের দলেই ধর্ষক নিয়োগকারী অমিত মালব্য পুরো ইকোসিস্টেমকে বোকা বানিয়ে যাচ্ছেন। যার ফল এবার হাতেনাতে পেল বিজেপি। বাংলায় যে বিজেপির পায়ের তলার মাটি সরছে তা ভোটেই প্রমাণ করেছেন রাজ্যবাসী।


Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version