Sunday, November 16, 2025

বিয়ে করছেন সোহিনী-শোভন। খুব বেশি ঢাক না পেটালেও কাছের মানুষরা থাকছেন সোমবারের সেই পরিণয় সন্ধ্যায়। আর যারা কাছে ছিলেন তাঁরা এখন দূরে গিয়েছেন। তাই বিয়ের আসর থেকে অনেক দূরেই থাকবেন রণজয় আর স্বস্তিকা। সোহিনীর প্রাক্তন ও শোভনের প্রাক্তনী। মন থেকেও যে তাঁরা দুজন পুরোনো সম্পর্কের থেকে অনেক দূরে চলে গিয়েছেন তারও আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেতা রণজয় বিষ্ণু সম্প্রতি ভিডিও অ্যালবাম শুট করতে লাদাখে গিয়েছিলেন। সেখানকার ছবি শেয়ার করে নিজেকে বৈরাগী দাবি করেছিলেন। সোমবার আরও পুরোনো কিছু ছবি শেয়ার করে স্মৃতিকে তাকে তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন। স্পষ্ট করে কিছু না বললেও সোহিনীর বিয়ের আগেই তিনি সম্পর্কের স্মৃতি মুছে ফেলতে চাইছেন তা স্পষ্ট করে দিয়েছেন। তবে কী সোহিনীর নতুন জীবনের পরই শোনা যাবে রণজয়ের নতুন সম্পর্ক সামনে আসবে, জল্পনা টলিউডে।

শোভনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পরে মন থেকে অন্দরে বা বাইরে সেভাবে প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করেছেন তাতে অনুমান করা যায় তিনি দম নেওয়ার চেষ্টা করছেন। কখনও রেস্তোঁরায় ছবি দিয়ে লিখছেন ‘নিঃশ্বাস নাও আর খাও’। আবার কখনও বিভিন্ন ভঙ্গিমায় একগুচ্ছ ছবি পোস্ট করে লিখছেন ‘এখনও অনেক ভঙ্গিমা বাকি রয়েছে’। খুব তাড়াতাড়ি তিনিও নতুন সম্পর্কে জড়াতে চলেছেন, এমনটাও ফিল্ম দুনিয়ার অন্দরের খবর।

সোমবার দক্ষিণ চব্বিশ পরগণার কোনও একটি খামারবাড়িতে বসছে সোহিনী-শোভনের বিয়ের আসর। প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। সেই সঙ্গে একেবারে যবনিকা পড়তে চলেছে দুজনেরই পুরোনো সম্পর্কে। যদিও সে সব ভুলে টলিউডেরও মন বিয়েবাড়িতেই।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version