Monday, August 25, 2025

মানবিকতার অনন্য নজির: বাম আমলের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসায় বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মানুষের উন্নয়ন, বিপদরে দিনে পাশে দাঁড়ানোয় বরাবরই দল-মতের উর্ধ্বে থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে দলের নেতা-নেত্রীই হোন না কেন- অসুস্থ শুনলেই দেখা করতে যান মমতা। বাড়িয়ে দেন সাহায্যের হাত। এবার মানবিকতার অনন্য নজির তাঁর। বাম আমলের প্রাক্তন কারামন্ত্রী ক্যানসার আক্রান্ত  বিশ্বনাথ চৌধুরীর (Biswanath Chowdhury) চিকিৎসার জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি বিধায়কের ক্যানসারের চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা আর চালাতে পারছে না পরিবার। এবারে তাঁর এসএসকেএম-এ ভর্তি করানো উদ্যোগ নিয়েছেন মমতা।দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছেন সাতবারের RSP বিধায়ক। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করানো কঠিন হয়ে উঠছে বিশ্বনাথের পরিবারের পক্ষ। তাঁর দলের পক্ষে থেকে চিকিৎসার খরচ চালাতে সমস্যা হচ্ছে। সোমবার গভীর রাতে সেই খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কানে। মঙ্গলবার সকালেই এসএসকেএমের সুপারকে ফোন করেন মমতা। বলেন, প্রাক্তন কারামন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসএসকেএমে ভর্তি করানোর ব্যবস্থা করতে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এসএসকেএমের সুপার। যোগাযোগ করা হয় আরএসপি নেতৃত্বের সঙ্গেও। জানানো হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তাঁরা যেন সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেন। মঙ্গলবার বিকাল বা সন্ধের মধ্যেই বিশ্বনাথকে (Biswanath Chowdhury) এসএসকেএমে ভর্তি করানো যাবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে বিশ্বনাথ চৌধুরী তাঁর সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। কিন্তু ব্যক্তি স্তরে প্রবীণ বাম নেতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হলেও তিনি দেখা করতে যান। কোনও সাহায্যের প্রয়োজন কি না খবর নেন। ২০১১-এর রাজ্যে ক্ষমতার পালা বদলের সময়ই মমতার স্লোগান ছিল, ‘বদলা’ নয় ‘বদল’ চাই। সেই কথা তিনি এখনও মেনে চলছেন। মুখ্যমন্ত্রীর কর্তব্যে অবিচল থেকে একেবারে বিরোধী শিবিরের অসুস্থ নেতার সুচিকিৎসার ব্যবস্থা করে আবার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।






spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...