শোভাবাজারে কাউন্সিলরের অসংযত আচারণ! অবাঞ্ছিত ঘটনা: মত তৃণমূলের

উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ। দলের যুবনেতার উপর চড়াও মহিলা কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার (Sunanda Sarkar)। তিনি জানান, যুব নেতা কেদার দাস (Kedar Das) ইট তুলে মারতে গিয়েছিলেন। সেটাই আটকাতে যান তিনি। ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।মঙ্গলবারের, সকালে শোভাবাজার এলাকায় সুনন্দা-কেদারের ঝামেলায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের স্থানীয় যুবনেতা কেদার দাসকে (Kedar Das) দেওয়ালে ঠেসে ধরে সপাটে চড় কষান কাউন্সিলর সুনন্দা। উপস্থিত সকলেই তাঁকে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হন। কাউন্সিলরের অভিযোগ, পুর কর্মীদের মারধর করা হয়েছে। এলাকায় উন্নয়নমূলক কাজেও বাধা দিয়েছেন কেদার ও তাঁর অনুগামীরা। এমনকী, কাউন্সিলরের স্বামীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সুনন্দার। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে যুবনেতার অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাঁকে মারধর করেছেন কাউন্সিলর।

ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।






Previous articleপ্রশ্ন সরিয়েছিল দুজন! বিহার ঝাড়খণ্ডে তল্লাশিতে গ্রেফতার CBI-এর
Next articleশহরে ঢুকবে না পণ্যবাহী গাড়ি! মহরমের আগে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের