উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ। দলের যুবনেতার উপর চড়াও মহিলা কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার (Sunanda Sarkar)। তিনি জানান, যুব নেতা কেদার দাস (Kedar Das) ইট তুলে মারতে গিয়েছিলেন। সেটাই আটকাতে যান তিনি। ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।
ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।