জয়ন্ত সিং – সৈকত মান্নাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুলিশ!

আড়িয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং (Jayanta Singh) এবং তাঁর শাগরেদ সৈকত মান্নার (Saikat Manna) বিরুদ্ধে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল দক্ষিণেশ্বর থানার পুলিশ (Dakshineswar Police)। আজ দুজনকেই বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। দুই অভিযুক্তের হেফাজত চাওয়া হতে পারে বলেই পুলিশ সূত্রে খবর মিলেছে।

গুন্ডামি এবং গণপিটুনির একাধিক অভিযোগে একের পর এক ভাইরাল ভিডিওতে (ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) জয়ন্ত সিং এবং তাঁর শাগরেদদের অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ১০ জুলাই অভিযুক্তকে আদালতে তোলা হলে তার ছয়দিনের হেফাজত দেওয়া হয়। সেই মেয়াদ আজ শেষ হচ্ছে। সূত্রের খবর দক্ষিণেশ্বর থানার তরফে জয়ন্ত এবং তাঁর অনুগামীদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের আবেদন করা হবে।


Previous articleসুপ্রিম আদালতে পিছিয়ে গেল ২৬ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি!
Next articleবেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ, উত্তেজনা গড়িয়ায়