Monday, August 25, 2025

মঙ্গলবার সরকারিভাবে রিয়াল মাদ্রিদে আত্মপ্রকাশ ঘটল কিলিয়ান এমবাপের। এদিন স্টেডিয়াম স্যান্তিয়াগো বের্নাবেউতে ৮৫ হাজার সমর্থকের সামনে রিয়াল ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ করেন ফরাসি ফুটবলার। আর আত্মপ্রকাশের দিন নিজের স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা মনে করালেন এমবাপে। “উন.. দোস.. ত্রেস.. হালা মাদ্রিদ!” এদিন সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামের সমর্থকদের সামনে এমনভাবেই শুরু করেন কিলিয়ান। এই স্লোগান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে রোনাল্ডোর রিয়াল জামানায়। ২০০৯ সালে ঠিক এই স্টেডিয়ামেই ৮৫ হাজার সমর্থকের সামনে ঠিক ৯ নম্বর জার্সি পরে এই স্লোগান দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে ৫ বছরের চুক্তিতে যোগ দিলেন কিলিয়ান। এদিন রিয়ালের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে তিনি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিন পেরেজের সঙ্গে সাক্ষাৎ করে চুক্তিপত্রে সই করেন। এরপর ঘুরে দেখেন রিয়াল মাদ্রিদের মিউজিয়াম। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এমবাপ্পে কে দেখান পেরেজ। সেখান থেকে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি পরে সোজা চলে আসেন বার্নাব্যুয়ের মাঠে। যেখানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।

এমবাপে মাঠে ঢুকতেই দাঁড়িয়ে পড়েন সমর্থকেরা। নিজের বক্তব্য বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এমবাপ্পে বলেন, ” আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেন্টিন পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। হালা মাদ্রিদ। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।“

পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিলেন এমবাপে। পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান জিতেছেন এমবাপে। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছেন।

আরও পড়ুন- বিশেষভাবে সক্ষমদের অপমান, হরভজন-যুবরাজদের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version