Thursday, August 21, 2025

কবির বাড়িতে চুরি! ভুল বুঝে মালপত্র ফেরত দিয়ে নোট লিখে ক্ষমা চাইল চোর

Date:

কখন, কী পরিস্থিতিতে কে কোন পথ ধরে- তা সত্যিই বলা যায় না। অন্তত রায়গড় জেলার নেরালের ঘটনা দেখলে সেটাই মনে হয়। প্রয়াত কবির বাড়িতে না জেনে চুরির পরে সব মালপত্র বাড়ি বয়ে এসে ফেরত দিয়ে গেল চোর। ঘটনার জন্য বাড়ির দেওয়ালে নোটও লিখে দিয়ে যায় সে। তবে, লজ্জায় নিজের নামটি জানাতে চায়নি।প্রয়াত মারাঠি কবি পদ্মশ্রী নারায়ণ সুর্বের (Narayan Surbe) বাড়িতে এখন থাকেন তাঁর মেয়ে-জামাই সুজাতা ও গণেশ। ১০ দিনের জন্য ছেলের বাড়ি বিরার-এ গিয়েছিল তাঁরা। বাড়ি ফাঁকা দেখে তক্কে তক্কে ছিল শ্রীমান চোর। একদিন ঢুকে বেশকিছু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চপ্পট দেয়। কিন্তু অল্পেতে খুশি হয়নি সে। পরের দিন ফের হানা দেয়। কিন্তু তখনই তার নজরে পড়ে নারায়ণ সুর্বের ছবি ও অন্যান্য পুরস্কারের দিকে। বাড়ি থেকে বেরিয়ে চুরির সামগ্রী নিয়ে ফিরে আসে কবির বাড়ি। যথাস্থানে সব রেখে দেয়। আর এই কাজের জন্য সে যে খুবই অনুতপ্ত। এই বাড়িতে চুরি করতে ঢোকার জন্য ক্ষমা চায় সে। এই রকম এক বিখ্যাত সাহিত্যিকের বাড়িতে চুরি করার জন্য অনুশোচনা হচ্ছে তার। বাড়ির দেওয়া চিরকূটে সেই কথাও লেখে চোরবাবাজি।

সুজাতা ও গণেশ ফিরে এসে চোরের কীর্তি দেখে তাজ্জব হয়ে যান। খরব যায় পুলিশে। বিভিন্ন জায়গার আঙুলের ছাপ নিয়েছে পুলিশ। তবে, তাস্কর যে শিক্ষিত, বিশেষ করে সাহিত্য সম্পর্কেও খবর রাখে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ (Police)।

মারাঠি ভাষার বিখ্যাত কবি নারায়ণ সুর্বের (Narayan Surbe) শৈবব, কৈশোর, যৌবন কেটেছে তীব্র অভাবে। পথশিশু হিসেবে বেড়ে ওঠেন অনাথ সুর্বে। তাঁর কবিতাতেও প্রকাশ পেয়েছে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কথা। শুধু পদ্মশ্রী পাওয়াই নয়, সোভিয়েত রাশিয়াও এই কবিকে সম্মানিত করে। এই কবিকে চেনা ও তাঁর বাড়িতে চুরির জন্য ক্ষমা চাওয়া চোরের জীবনও খুব সাধারণ নয় বলেই অনুমান পুলিশের।






Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version