বিহার গ্যাংস্টার সুবোধের জেল, বাড়ল না সিআইডি হেফাজত

রানিগঞ্জের অপরাধের ঘটনায় ১৪ দিন সুবোধ সিংকে জেরা করে একাধিক অপরাধের সঙ্গে তার সংযোগের উদাহরণ পায় সিআইডি

১৪ দিনের সিআইডি হেফাজত শেষে জেলে গেলেন বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি। সেই সময়ই তদন্তে উঠে আসে রাজ্যে একাধিক ডাকাতি, গুলি চালানোর ঘটনার মাস্টারমাইন্ড এই বিহার ডন। সেই জন্য ফের তাকে হেফাজতে নেওয়ার আবেদন করবে সিআইডি।

রানিগঞ্জের অপরাধের ঘটনায় ১৪ দিন সুবোধ সিংকে জেরা করে একাধিক অপরাধের সঙ্গে তার সংযোগের উদাহরণ পায় সিআইডি। বেলঘরিয়ার রথতলায় BT রোডের ওপর ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকেও তোলা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ায় সুবোধের যোগ পায় তদন্তকারীরা। তবে বুধবার আসানসোল আদালতে হেফাজতে নেওয়ার জন্য বড়সড় সওয়াল করেনি সিআইডি। তার ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে আদালত।

তবে ফের সুবোধকে আদালতের তোলার আগে হেফাজতের প্রস্তুতি নেবে সিআইডি। সেই সঙ্গে তার অন্যতম সাগরেদ রোশন ওরফে তাঁতিয়াকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Previous articleঅগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়!
Next articleবিচ্ছেদের পর ফের বিয়ে! পরকীয়ার তকমা দিয়ে দম্পতিকে নারকীয় নির্যাতন