Wednesday, November 5, 2025

গো-হারা বিজেপির পর্যালোচনা বৈঠকেই ‘বেসুরো’ সৌমিত্র-অর্জুন! এখনও নবান্নের স্বপ্নে বুঁদ সুকান্ত

Date:

লোকসভা ভোটে বিপর্যয়ের পর এই প্রথম পর্যালোচনা বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি (BJP West Bengal)। আজ, বুধবার সায়েন্স সিটির এই বৈঠকে রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেউ হারের দায় এড়িয়েছে তো সন্ত্রাসের অজুহাত দিয়েছেন। আবার সৌমিত্র খাঁ, অর্জুন সিংরা কেউ “বেসুরো” গেয়েছেন তো কেউ আবার আত্মসমালোচনার পথে হেঁটেছেন। এ রাজ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহদের বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ছোঁয়া তো দূরে থাক, তার ধরেকাছেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উলটে এবার সাংসদ সংখ্যা ১৮ থেকে কমে হয়েছে ১২।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি (BJP West Bengal)। অথচ এদিনও বিতর্কিত মন্তব্য বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। এদিন সৌমিত্র বলেন, “নেতারা বলবে, আমি নীচে বসে শুনব।” অন্যদিকে বৈঠকের এলাহী ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিংও। তিনি বলেন, “ঢাক কেন বাজছে জানি না। এটা ঢাক বাজার, সেলফি তোলার মিটিং নয়। ডেডিকেশনের অভাব আছে।”

এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা পরিশ্রম করেছি। ১২টা পেয়েছি। সংখ্যা তত্ত্বে পিছিয়ে গিয়েছি, এটা স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু বিজেপি হেরে গেলেও, হারিয়ে যায়নি। পরাজয় থেকে শিক্ষা নেব। অনেক কর্যকর্তা পরিশ্রম করেছেন। অনেক নেতা এমন আছেন, যারা হেরে গিয়েছেন, কিন্তু খারাপ সময়েও পিছপা হননি। প্রাক্তন সকল সভাপতিদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। বিভ্রান্ত হবেন না। বিজেপি নতুন-পুরোনো মিলিয়ে একই স্রোত। গঙ্গার মতো বিজেপি। এই লোকসভা ভোট স্টপেজ হতে পারে, কিন্তু এটা লক্ষ্য নয়। নবান্নে আমাদের যেতে হবে।”

সুকান্ত আরও বলেন, “২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। রক্তক্ষরণ হয়ত কিছু হয়েছে, তাও এগিয়ে যেতে হবে। ৬৯টি পুরসভাতে এগিয়ে আছে বিজেপি। উত্তর কলকাতায় ২৪টা ওয়ার্ডে এগিয়ে। আমাদের ঘরে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। কিছু মানুষ হয়ত ১০০০ টাকার মোহতে ভোট দেয়নি! লক্ষ্মীর ভান্ডার হয়তো প্রভাব ফেলেছে! কিন্তু মানুষকে বোঝাতেই হবে যে, মা হয়ত ১০০০ টাকা পাচ্ছেন, কিন্তু বিদ্যুৎ বিল কিংবা ছেলের চাকরি হচ্ছে না। ঘুরিয়ে অনেক টাকা নিয়ে নিচ্ছে।”

প্রসঙ্গত, এদিনের বৈঠকে সব জেলা সভাপতিরা ছাড়াও প্রভারি, ইনচার্জ, কো ইনচার্জরা উপস্থিত রয়েছেন। ভোটের ফল নিয়ে রাজ্যের সব স্তরের নেতাদের মতামত শুনছেন কেন্দ্রের নেতারা।

আরও পড়ুন: রাস্তায় গড়াগড়ি ‘বেসামাল’ বিজেপির যুবমোর্চার সভাপতির! ছবি পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version