ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine) ফের আদিবাসীদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ! ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত আদিবাসী সম্প্রদায় পারধি গোষ্ঠীর ওই যুবকের নাম দেব পারধি। পরিবারের অভিযোগ, মধ্যপ্রদেশের গুনা এলাকায় পুলিশি হেফাজতে (Police Custody) মৃত্যু হয়েছে দেবের। এরই প্রতিবাদে জেলাশাসকের দফতরে নগ্ন হয়ে প্রতিবাদ দেখান তাঁরা।
তবে মঙ্গলবার দেবের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তদের শাস্তি চেয়ে মঙ্গলবার জেলাশাসকের দফতরে হাজির হন আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন দেব পারধির পরিবারের মহিলারাও নগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। কেউ কেউ জেলাশাসকের অফিসে শুয়ে পড়েও প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের অফিস চত্বর থেকে সরাতে গেলে হাতাহাতি বেঁধে যায় মৃতের আত্মীয়দের সঙ্গে। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। কয়েক জন মহিলা আহত হন। কারও মাথা ফেটে যায়, কারও হাতে চোট লাগে।