বিচ্ছেদের পর ফের বিয়ে! পরকীয়ার তকমা দিয়ে দম্পতিকে নারকীয় নির্যাতন

সম্প্রতি রাজ্যজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে। কিছু ক্ষেত্রে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কড়া হাতে এমন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। নিন্দার ঝড় বইছে সর্বত্র। কিন্তু এমন ঘটনা থামছে কই! এবার এক দম্পতিকে মারধর, চুল কেটে নেওয়া, গলায় ঘুঁটে ও জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো! মালদার কালিয়াচকের (Malda Kaliachak) ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।

এই ঘটনায় গ্রেফতার এখনও গ্রেফতার ১১ জন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক (Malda Kaliachak) থানার বামনগ্রাম মোসিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবক ও যুবতীকে উদ্ধার করে পুলিশ। ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় কালিয়াচক থানার। পুলিশ তার মধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে। ৮ জন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মালদার আদালতের সরকারী আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১২ তারিখে। যুবক ও যুবতী দুইজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা একবছর আগে বিবাহ করেছেন। তবে যুবক ও যুবতী ২ জনেরই আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। যুবক ফেরিওয়ালার কাজ করেন ঝাড়খন্ডের রাঁচিতে। আর যুবতী কালিয়াচকে থাকেন। কয়েক মাস পর পর কালিয়াচকে স্ত্রীর কাছে আসেন এই যুবক। ১২ তারিখ তিনি কালিয়াচকে আসেন। সেইদিন-ই পরকীয়া সন্দেহে এলাকার মাতব্বররা সালিশি করেন। একবার নয়, তিন-তিনবার সালিশি হয়। সালিশি সভাতেই ওই যুবক ও যুবতীর উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি শারীরিক অসুস্থতার পরেও চিকিৎসা করানো হয়নি।

আরও অভিযোগ, এরপর এলাকার মাতব্বররা ওই যুবক ও যুবতীকে ন্যাড়া করে, গলায় জুতো ও ঘুঁটের মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায়। এমন অবস্থায় কালিয়াচক থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামের মাতব্বরদের হাত থেকে ওই যুবক, যুবতীকে উদ্ধার করে। তারপর যুগলকে চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। কালিয়াচক থানার পুলিশ এই ঘটনার জন্য ১৯ জনকে অভিযুক্ত করে। তাদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন করার চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মালদা আদালতে তোলা হলে, তাদের ৭ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ২০ তারিখ পরবর্তী শুনানি।

আরও পড়ুন: বিহার গ্যাংস্টার সুবোধের জেল, বাড়ল না সিআইডি হেফাজত

 

Previous articleবিহার গ্যাংস্টার সুবোধের জেল, বাড়ল না সিআইডি হেফাজত
Next articleমোদির স্লোগান বদলের দাবি শুভেন্দুর! হতাশা-অবসাদ থেকে মন্তব্য: ধুয়ে দিলেন কুণাল