Saturday, November 29, 2025

বিচ্ছেদের পর ফের বিয়ে! পরকীয়ার তকমা দিয়ে দম্পতিকে নারকীয় নির্যাতন

Date:

Share post:

সম্প্রতি রাজ্যজুড়ে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে। কিছু ক্ষেত্রে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কড়া হাতে এমন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। নিন্দার ঝড় বইছে সর্বত্র। কিন্তু এমন ঘটনা থামছে কই! এবার এক দম্পতিকে মারধর, চুল কেটে নেওয়া, গলায় ঘুঁটে ও জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো! মালদার কালিয়াচকের (Malda Kaliachak) ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়।

এই ঘটনায় গ্রেফতার এখনও গ্রেফতার ১১ জন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক (Malda Kaliachak) থানার বামনগ্রাম মোসিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবক ও যুবতীকে উদ্ধার করে পুলিশ। ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় কালিয়াচক থানার। পুলিশ তার মধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে। ৮ জন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মালদার আদালতের সরকারী আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১২ তারিখে। যুবক ও যুবতী দুইজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা একবছর আগে বিবাহ করেছেন। তবে যুবক ও যুবতী ২ জনেরই আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। যুবক ফেরিওয়ালার কাজ করেন ঝাড়খন্ডের রাঁচিতে। আর যুবতী কালিয়াচকে থাকেন। কয়েক মাস পর পর কালিয়াচকে স্ত্রীর কাছে আসেন এই যুবক। ১২ তারিখ তিনি কালিয়াচকে আসেন। সেইদিন-ই পরকীয়া সন্দেহে এলাকার মাতব্বররা সালিশি করেন। একবার নয়, তিন-তিনবার সালিশি হয়। সালিশি সভাতেই ওই যুবক ও যুবতীর উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এমনকি শারীরিক অসুস্থতার পরেও চিকিৎসা করানো হয়নি।

আরও অভিযোগ, এরপর এলাকার মাতব্বররা ওই যুবক ও যুবতীকে ন্যাড়া করে, গলায় জুতো ও ঘুঁটের মালা পরিয়ে সারা গ্রাম ঘোরায়। এমন অবস্থায় কালিয়াচক থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামের মাতব্বরদের হাত থেকে ওই যুবক, যুবতীকে উদ্ধার করে। তারপর যুগলকে চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। কালিয়াচক থানার পুলিশ এই ঘটনার জন্য ১৯ জনকে অভিযুক্ত করে। তাদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন করার চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের মালদা আদালতে তোলা হলে, তাদের ৭ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ২০ তারিখ পরবর্তী শুনানি।

আরও পড়ুন: বিহার গ্যাংস্টার সুবোধের জেল, বাড়ল না সিআইডি হেফাজত

 

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...